লজ্জার রেকর্ডে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেস ম্যাচে ভারতের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান দিয়ে লজ্জার রেকর্ডে নাম লেখিয়েছে বাংলাদেশ। যদিও সর্বোচ্চ দলীয় স্কোর ৩১৪ রান করেছে নেপাল বিপক্ষ দল ছিল মঙ্গোলিয়া। দ্বিতীয় সারির দল নিয়েও বাংলাদেশকে তুলোধুনো করেছে ভারত। পূরো সফর জুড়ে ভারতকে কোন ম্যাচেই নূন্যতম চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

টস জিতে ব্যাটিং করেছে ভারত

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ৪ বলে ৪ রান করে তানজিম সাকিবের বলে আউট হয়ে যান। তবে উইকেটরক্ষক ব্যাটার সানজু স্যামসাং মাত্র ৪৭ বলে ১১১ রানের বিধ্বস্তী ইনিংস খেলে বাংলাদেশকে ছিটকে দেন। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান সানজু স্যামসাংকে থামিয়ে দেন। 

বিধ্বস্তী ইনিংস খেলার প্রতিযোগিতায় ভারতীয় ব্যাটাররা


অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রানের বিধ্বস্তী ইনিংস খেলে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হন। রায়ান পরাগ এসে রানের বাড়তি গতি অব্যাহত রাখেন। পরাগ ১৩ বলে ৩৪ রান করে তাসকিন আহমেদের বলে আউট হয়ে যান। তাছাড়া হার্দিক পান্ডিয়া মাত্র ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে তানজিম সাকিবের বলে আউট হয়ে যান।

বাংলাদেশের বোলিং যেন ডালভাত

বাংলাদেশী বোলারদের সবাই রান খরচায় ছিলেন বেশ খরুচে। তানজিম সাকিব ৩ টি উইকেট দখল করলেও রান দিয়েছেন ৬৬ টি। মেহেদী হাসান সবচেয়ে কম খরুচে হওয়া সত্বেও রান দিয়েছেন ৪৫ টি! তাছাড়া মোস্তাফিজ ৫২ আর তাসকিন আহমেদ ৫১ রান দিয়ে ১ টি করে উইকেট দখল করেছেন রিসাদ হোসেন ২ ওভার বোলিং করেই দিয়েছেন ৪৬ রান। যার মধ্যে সানজু স্যামসাংসের কাছে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান খেয়েছেন।

পরাজয় মেনে নিয়েই খেলতে নামছে বাংলাদেশ

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা হলেও বাংলাদেশের হার যে সময়ের অপেক্ষা সেকথা বলে দেয়াই যায়। বাংলাদেশের যে ব্যাটিং সামর্থ্য তাতে পৃথিবীর সবচেয়ে আশাবাদী ব্যক্তিটিও আশার কথা শোনাবেনা। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ হার দিয়ে শেষ করতে চলেছে বাংলাদেশ তা বলাই যায়। এখন শুধু দেখার অপেক্ষা নিজেদের স্কোরটা কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে বাংলাদেশ।

3 thoughts on “লজ্জার রেকর্ডে বাংলাদেশ

মন্তব্য করুন