অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হল। বিশ্বকাপ সেমিফাইনাল সমীকরণ থেকে অনেক আগেই বাদ গিয়েছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করতে এই ম্যাচটিতে হারলেও নির্দিষ্ট ব্যবধানে হারার শর্ত ছিল বাংলাদেশের সামনে যাতে পয়েন্ট টেবিলের ৮ নম্বর পজিশনটি হাতছাড়া না হয়। পরাজিত হলেও বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বর দল। তবে এখনো বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলা নির্ভর করছে ভারত নেদারল্যান্ডের ম্যাচের উপর। ভারত নেদারল্যান্ডকে হারালে তবেই চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।

aus-cricket-61

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৩০৬/৮ (৫০), তাওহীদ হৃদয়-৭৪ (৭৯), শান্ত-৪৫ (৫৭),
অ্যাডাম জাম্পা-১০-৩২-২, শন অ্যাবট-১০-৬১-২,
অস্ট্রেলিয়া-৩০৭/২ (৪৪.৪), মিশেল মার্শ-১৭৭ (১৩২), স্টিফেন স্মিফ-৬৩ (৬৪),
তাসকিন আহমেদ-১০-৬১-১

আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে ৩০৪ রানের লক্ষ্যে দাঁড় করায় বাংলাদেশ। তানজিদ হাসান এবং লিটন কুমার দাস ওপেনিং পার্টনারশীপে ৭৬ রান তোলেন। দুই জনের ব্যাট থেকেই আসে ৩৬ রান করে। এরপর নাজমুল হাসান শান্ত আর হাওহীদ হৃদয় মিলে ৯৪ রানের পার্টনারশীপ গড়ে দলকে ভাল অবস্থানে নিয়ে যান। নাজমুল হাসান শান্ত ৫৭ বলে ৪৫ রান করে রান আউটের ফাঁদে পড়ে আউট হন। 

শুধু নাজমুল হাসান শান্তই নন ২৮ বলে ৩২ রান করে মাহমুদুল্লাহ রিয়াদও রান আউট হয়ে যান। ম্যাচের গুরুত্বপূর্ন সময়ে এই দুটি রান আউট না হলে বাংলাদেশের ইনিংসটি আরও বড় হতে পারত। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৯ বলে ৭৪ রানের ‍উপর ভর করে ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানে পৌঁছায় বাংলাদেশের স্কোর। এবারের বিশ্বকাপে যা বাংলাদেশের সর্বোচ্চ। 

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ১০ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। কাইল অ্যাবট ২ টি উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৬১ টি রান। বাংলাদেশের ইনিংসে অস্ট্রেলিয়ানরা রান আউট থেকে আদায় করেছে ৩ টি উইকেট। 

জবাবে ৪৪ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল মার্শ ১৩২ বলে ১৭৭ আর স্টিফেন স্মিথ ৬৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। এর আগে ডেভিড ওয়ার্নার ৬১ বলে ৫৩ রান করে আউট হন।

জয় পরাজয়ের পরও দুই দলের পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন হয়নি। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ৩ নম্বরে আর বাংলাদেশ ৮ নম্বরে ছিল। ম্যাচ শেষেও পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান তাই। তবে অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে রান রেট ভাল থাকায় চ্যাম্পিয়ন ট্রফি খেলার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। 

2 thoughts on “অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় বাংলাদেশের

মন্তব্য করুন