
আগামীকাল ধর্মশালায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে ছয় উইকেটে জিতেছে। বিপরীতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হার ৯ উইকেটের। আফগানিস্তানের সাথে হলেও জয় দিয়ে শুরু করা দলকে বাড়তি মনোবল দিবে। পাশাপাশি প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ইংল্যান্ড দল।
ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ওপেনিং পজিশন নিয়ে বাংলাদেশ দলে আছে অস্বস্তি। ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম দুই জনই রানে নেই। সর্বশেষ দশ ইনিংসে লিটন দাসের ফিফটি একটি, ২০ রানের নিচে ইনিংস ৬ টি। তানজিদ তামিম এশিয়া কাপ দিয়ে দলে ঢুকলেও কোন ম্যাচেই নজর কারতে পারেননি। ফলে টুর্নামেন্টে অংশ নেয়া সব দলের মধ্যে বাংলাদেশের ওপেনার সবচেয়ে অফ ফর্মে।
ফলে আগামীকালের ম্যাচে লিটন দাসকে ওপেনিং পজিশন থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলানোর গুঞ্জন আছে। গুঞ্জন সত্যি হলে তানজিদ হাসানের সাথে ওপেন করতে নামবেন আফগানিস্তানের সাথে তিনে খেলা মেহেদী হাসান মিরাজ।
বোলিং ব্যাটিংয়ে ভারসম্য আনতে মাহমুদুল্লাহকে বসিয়ে শেখ মেহেদীকে খেলানো হতে পারে। আট নম্বর পজিশনে খেলালেও মাহমুদুল্লাহকে দিয়ে বোলিংয়ে ভরসা করতে পারছেন না সাকিব-হাথুরু। অপরদিতে শেখ মেহেদীকে দিয়ে মিডল অর্ডারে ৫ থেকে ৬ টি ওভারের চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং এ অবদান রাখার সক্ষমতা আছে শেখ মেহেদীর।
ইংল্যার্ড দলে বেন স্টোকস ফিরছেন না ইনজুরি সংক্রান্ত কারনে। তবে বোলিংয়ে মার্ক উডের জায়গায় রিসি টপলি কে দেখা যেতে পারে। বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচে ভাল বোলিং করেছিলেন টপলি।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন তা। তার মতে বাংলাদেশের বিপক্ষে তাদের কিছু ভাল ম্যাচ আছে যেগুলোর অভিজ্ঞতা তাদের সাহায্য করবে। পাশাপাশি বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন বাটলার।
অপরদিতে ধর্মশালার আউটফিল্ড নিয়ে নানা আলোচনা হচ্ছে। আউটফিল্ডে বালু বেশি থাকায় যে কোন খেলোয়াড়ের ইনজুরির ঝুঁকি থাকছে। তবে রঙ্গনা হেরাথ আইসিসির পর্যবেক্ষক দলের উপর মাঠ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।
এই মাঠেই গত ফেব্রুয়ারী মাসে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচটি বাজে আউটফিল্ডের কারনে সরিয়ে ইন্দোরে নেয়া হয়েছিল। আগে থেকে জানা সত্বেও কোন ব্যবস্থা না নেওয়ায় অবাক হয়েছেন অনেকে। পাশাপাশি আইসিসির পর্যবেক্ষক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।