বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই প্রথম ম্যাচ কাল

ban-cricket-149

আগামী কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। দুই দলেরই কিছু গুরুত্বপূর্ন খেলোয়াড় বিশ্রামে আছেন। ফলে, এই সিরিজ হতে যাচ্ছে দুই দলের খেলোয়াড়দের পরীক্ষার মঞ্চ। বিশেষ করে, বিশ্বকাপের দল ঘোষণা এখনো না করা, বাংলাদেশী খেলোয়াড়দের বড় পরীক্ষা হবে এই সিরিজ। জয়ের ব্যাপারে দুই দলের অধিনায়কই আশার কথা শোনালেন। পাশাপাশি একে অপরের শক্তিমত্তার কথা জানাতেও ভুললেন না।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ সর্বশেষ ২০১০ এবং ২০১৩ সালে এসে হোয়াইট ওয়াশ হয়ে গেছে নিউজিল্যান্ড। অপরদিকে, ২০১৩ সালের পর দুই দল তিনটি সিরিজে অংশগ্রহন করেছে নিউজিল্যান্ডের মাটিতে। যেখানে, কোন ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। ফলে, ঘরের মাটিতে উভয় দলই শক্তিশালী তা বোঝাই যাচ্ছে। তবে, এই সিরিজটি বাংলাদেশের ঘরের মাটিতে হওয়ায়, অনেকেই বাংলাদেশের ভাল সুযোগ দেখছেন। প্রথমবার, অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লুকি ফার্গুসনও সে কথাই বললেল।

ফার্গুসন, বাংলাদেশের স্পিন এটাকের প্রশংসা করলেন। স্পিন এট্যাক সামলানো তাঁদের জন্য যে প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে সে কথাও ‍সিকার করলেন। তবে, বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, বাংলাদেশের স্পিন এট্যাকের পাশাপাশি পেস এটাকের সামর্থ্যর কথাও বললেন। নাসুম আহমেদ, শেখ মেহেদীর স্পিনের পাশাপাশি, বাংলাদেশের পেস বোলিং ইউনিট, অ্যালান ডোনাল্ডের নেতৃত্বে গত বছর থেকেই ভাল করছে। নিজের ব্যাটিং পারফরম্যান্স বিষয়ে সমোলোচনার জবাবে, লিটন দাস ব্যাটিং নিয়ে কাজ করছেন বলে জানালেন। পাশাপাশি, এই সিরিজে ফেরা সিনিয়র তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহর দলে ফেরাটা তাঁকে সাহায্যে করবে বলেও জানালেন। তবে, তিনি চান তামিম এবং মাহমুদুল্লাহ নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক। তাদেরকে বাড়তি চাপ না নিতেই বললেন তিনি।

তবে যাই হোক, বিশ্বকাপের আগে দুই দলই চাচ্ছে, এই সিরিজে জয় লাভ করে বিশ্বকাপে মনোবল চাঙ্গা রাখতে। বাংলাদেশের ঘরের মাঠ তথা মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সর্বশেষ সাফল্য গুলো, বাংলাদেশকে আশা দেখাচ্ছে। পাশাপাশি, নতুন সদস্যরা পারফর্ম করে দলে আসার সুযোগ থাকায়, সবাই পারফর্ম করার জন্য উদগ্রীব হয়ে আছে। দলে ঢোকার অপেক্ষায় থাকা, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, জুনিয়র তামিমরা তাদের সামর্থ্যের প্রমান দিতে পারলে, নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল কিছু করা অসম্ভব নয় বাংলাদেশের জন্য। আগামীকাল , বেলা ২ টায় প্রথম ওডিআইতে মিরপুরে জয়ের জন্য নামছে দুই দল।

মন্তব্য করুন