আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

ban-cricket-125

আফগানিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ কেমন হবে এ নিয়ে নানা জনের নানা মত। ক্রিকেট বোদ্ধারা থেকে শুরু করে ক্রিকেট ফ্যান, সবাই নিজেদের মত করে একাদশ নির্বাচনে মতামত দিচ্ছে। তবে একাদশ কেমন হবে তা হয়তো টিম ম্যানেজমেন্টরাও ঠিক করতে পারেনি। ফলে, বাংলাদেশ টিম মাঠে না নামা পর্যন্ত এই আলোচনা থামার সম্ভাবনা নেই।

বাংলাদেশের একাদশ নির্বাচনের যে চিন্তাভাবনা টিম ম্যানজমেন্টের ছিল। তা কিছুটা এলোমেলো করে দিয়েছে, তানজিদ হাসান তামিমের ওয়ার্ম আপ ম্যাচের পারফরম্যান্স। ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের পর, ইংল্যান্ডের বিরুদ্ধেও ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তানজিদ হাসান।

বাংলাদেশ টিম বিমানে ওঠার আগা পর্যন্ত লিটন দাসের সাথে ওপেনিং করানোর কথা ছিল মেহেদী হাসান মিরাজের। তানজিদ হাসানের অমন পারফরম্যান্সের পর আফগানিস্তানের সাথে ওপেন করা হচ্ছে না মিরাজের। আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে লিটন দাসের সাথে তানজিদ তামিমের মাঠে নামা প্রায় নিশ্চিত। তিন নম্বরে শান্তর খেলা নিয়ে কোন সংশয় নেই। চার নম্বরে ব্যাটিং করার চিন্তা করে রেখেছেন সাকিব।

পাঁচ নম্বর পজিশনে দেখা যেতে পারে চমক। তানজিদ হাসানের কারনে ওপেনিং এ সুযোগ হারালে মিরাজকে দিয়ে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করাতে পারেন সাকিব। মিরাজের উপরের দিকে সাবলীল ব্যাটিং ম্যানেজমেন্টকে বাধ্য করছে তাকে দিয়ে উপরে ব্যাটিং করানোর প্ল্যান করতে। ফলে, তাওহীদ হৃদয় খেলতে পারেন ছয়ে আর মুশফিক নেম যেতে পারেন সাত নম্বরে।

আঁট নম্বরে সুযোগ আসতে পারে নাসুম আহমেদের। বাংলাদেশের স্কোয়াডে এক মাত্র জেনুইন স্পিনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে সক্ষম হওয়ায় তার দলে থাকাটা মোটামুটি নিশ্চিত। ফলে, দলে জায়গা হচ্ছে না রিয়াদ এবং শেখ মেহেদীর। তিন জন পেস বোলার দিয়ে একাদশ সাজাতে চলা বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মোস্তাফিজ। ফলে বসে থাকতে হতে পারে হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে।

আপাতত দৃষ্টিতে একাদশ এভাবে সাজাতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলার চিন্তা ভাবনা শেষ পর্যন্ত যদি করে, তবে দল নির্বাচন হতে পারে চমকপ্রদও। আপাতত অপেক্ষা ৭ অক্টোবরের।

 

34 thoughts on “আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

  1. You’re so cool! I do not think I’ve read through anything like that before.
    So wonderful to find another person with original thoughts on this issue.
    Seriously.. thank you for starting this up. This web site is
    something that’s needed on the internet, someone with a bit of originality!

  2. Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources
    back to your site? My website is in the exact same area of interest as yours and my
    visitors would certainly benefit from some of the information you present here.
    Please let me know if this okay with you. Cheers!

  3. Simply want to say your article is as astonishing. The clarity in your put up is simply excellent and i can assume you’re an expert in this subject.
    Well together with your permission let me to grasp your RSS feed to
    stay up to date with approaching post. Thanks 1,000,
    000 and please keep up the gratifying work.

মন্তব্য করুন