আফগানিস্তানের বিপক্ষে জয়ে শেষ চারের পথে বাংলাদেশ

afg-cric-155

শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয়ের পর, বাংলাদেশ দলের সুপার ফোরে খেলা অনিশ্চিত ছিল। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আজকে অবশ্যই জিততে হত। পাশাপাশি, সুবিধাজনক অবস্থানে থাকার জন্য রানরেট টা এগিয়ে নেয়ার প্রয়োজন ছিল। ম্যাচ শুরুর আগে, আফগানরা নিজেদের পরিস্কার ফেভারিট দাবি করছিল। বাস্তবতা সেটাও তাদের পক্ষে ছিল। সর্বশেষ আয়োজিত ওডিআই সিরিজে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আফগানরা। আজকের ম্যাচ নিয়ে তাদের যে আশা ছিল সেই আশায় গুঁড়েবালি পড়ল বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের মাধ্যমে।

তিনটি পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নিমেছিল বাংলাদেশ। ব্যাটিং উইকেটের সুবিধা নিয়ে বাংলাদেশ তাদের ব্যাটিং ইনিংস শেষ করেন ৩৩৪ রানে ৫ উইকেট হারিয়ে। টপ অর্ডারের ব্যর্থতায়, তিন পরিবর্তনের মাধ্যমে নাঈমের সাথে ওপেনিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। সুযোগ পেয়ে যেটা ভালভাবেই কাজে লাগিয়েছেন তিনি। রিটায়ার্ড হার্ডে যাওয়ার আগে করেছেন ১১৯ বলে ১১২ রান। ওপেনিংয়ে যোগ্য সঙ্গ দেয়া নাঈম ২৮ রানে ফেরার সময় বাংলাদেশের দলীয় স্কোর ছিল ৬০ রান। তাওহীদ হৃদয় ব্যাটিং প্রমোশন পেয়ে ৩ নম্বর পজিশনে আসলেও কোন রান না করেই ফিরে যান। ৬৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে সিটিং পজিশনে বসান নাজমুল হাসান শান্ত এবং মিরাজ।

মেহেদী মিরাজের ১১২ এবং রান আউট হওয়ার আগে শান্তর ১০৪ রানের ইনিংস খেলেন। শেষের দিকে মুশফিকের ১৫ বলে ২৫ এবং সাকিবের ১৮ বলে ৩২ রানেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে, শুরুতেই গুরবাজকে হারিয়ে বিপদে পড়ে আফগানরা। শরীফুলের বলে এলবি ডব্লিউ হয়ে ১ রান করে ফেরেন গুরবাজ। গুরবাজ আউটের পর রানের চাকা ধীর গতিতে চলছিল। তবে, এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে চোখ রাঙ্গাছিল ইব্রাহিম জাদরান। হাসান মাহমুদের বলে আউটের আগে ৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন হাসমতউল্লাহ শাহিদীর ৬০ বলে ৫১ এবং রশিদ খানের ১৫ বলে ২৪ রানের উপর ভর করে পরাজয়ের ব্যবধান কমান আফগানরা। ৪৪ ওভার ৩ বলে অল আউট হওয়ার আগে আফগানরা করতে পারে ২৪৫ রান।

বাংলাদেশের পক্ষে তাসকিন ৪৪ রান দিয়ে ৪ টি এবং শরিফুল ৩৬ রান দিয়ে নেন ৩ টি উইকেট। এই পরাজয়ের মাধ্যমে আফগানদের সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল। বড় ব্যবধানে হারের ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে আফগানদের। আর, আফগানরা যদি সেটা করতে পারে, তাহলে শ্রীলঙ্কার রান রেট গিয়ে ঠেকতে পারে বাংলাদেশের নিচে। তাই, বাংলাদেশের শেষ চার মোটামুটি নিশ্চিত ধরে নেয়া যায়। ১ ম্যাচ খেলে ১ ম্যাচ জেতা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে বড় ব্যবধানে হারা আফগানরা আগামী ৫ সেপ্টেম্বর খেলবে। সেই ম্যাচে নির্ধারিত হবে কারা যাবে সুপার ফোরে। তবে, কাগজে কলমে অনেক হিসেব নিকাশ থাকলেও বাংলাদেশের শেষ চারে খেলা খুব একটা কষ্টসাধ্য নাও হতে পারে।

47 thoughts on “আফগানিস্তানের বিপক্ষে জয়ে শেষ চারের পথে বাংলাদেশ

  1. Hmm it seems like your blog ate my first comment (it was super
    long) so I guess I’ll just sum it up what I wrote and say, I’m thoroughly enjoying your blog.
    I as well am an aspiring blog writer but I’m still new to everything.

    Do you have any tips and hints for first-time blog writers?
    I’d certainly appreciate it.

  2. Woah! I’m really enjoying the template/theme of this site.
    It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between usability and visual appearance.
    I must say you have done a excellent job with this.
    In addition, the blog loads extremely fast for me on Opera.
    Outstanding Blog!

  3. You actually make it appear really easy along with your presentation however I in finding this matter
    to be really something which I think I’d by no means understand.
    It kind of feels too complex and very large
    for me. I am taking a look ahead on your subsequent
    post, I’ll try to get the cling of it!

  4. It’s perfect time to make some plans for the future and it is time to be
    happy. I have read this post and if I could I desire to suggest you
    some interesting things or suggestions. Maybe
    you can write next articles referring to this article.
    I want to read more things about it!

  5. hey there and thank you for your information – I have definitely picked
    up something new from right here. I did however expertise some technical
    points using this site, since I experienced to reload the
    site a lot of times previous to I could get it to load
    correctly. I had been wondering if your hosting is OK?
    Not that I’m complaining, but sluggish loading instances times will very frequently affect your
    placement in google and can damage your quality score if ads and marketing with Adwords.
    Well I am adding this RSS to my email and could look out for much more of your respective exciting content.
    Ensure that you update this again soon.

  6. Howdy would you mind stating which blog platform you’re using?
    I’m looking to start my own blog in the near future but I’m having a difficult time
    deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique.
    P.S Sorry for being off-topic but I had to ask!

  7. Howdy, I do think your web site may be having web
    browser compatibility issues. When I take a look
    at your website in Safari, it looks fine however when opening in Internet Explorer, it’s got some overlapping issues.
    I merely wanted to provide you with a quick heads up!
    Other than that, fantastic website!

  8. Write more, thats all I have to say. Literally, it seems as though
    you relied on the video to make your point. You definitely know what
    youre talking about, why waste your intelligence on just posting videos
    to your site when you could be giving us something enlightening
    to read?

  9. Does your website have a contact page? I’m having trouble locating
    it but, I’d like to send you an e-mail. I’ve got some recommendations
    for your blog you might be interested in hearing. Either way, great website
    and I look forward to seeing it expand over time.

মন্তব্য করুন