আফ্রিকার কাছে বড় হার বাংলাদেশের

ban-cricket-82

ম্যাচের পর ম্যাচ শেষ হচ্ছে জয়ের মুখ দেখছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হার বাংলাদেশের যা এবারের বিশ্বকাপে টানা চতুর্থ । টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা।

খেলা মুলত এখানেই শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ওডিআই ক্রিকেট ইতিহাসে এত রান করার কোন রেকর্ডও নেই। তারপরও ভাল একটা প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিল সবাই। কিন্তু সেই আশায় গুড়েবালি দিল বাংলাদেশী ব্যাটারা ফলাফল বড় হার বাংলাদেশের।

টস জিতে আগে ব্যাটে নামা আফ্রিকা ৩৬ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল। রেজা হ্যানরিকস ১৯ বলে ১২ আর ভ্যান ডার ডুসেন ৭ বলে ১ রান করে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রন বাংলাদেশের হাতে চলে আসা। তবে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

৩৬ রানে দুই উইকেট হারানো আফ্রিকা তৃতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক আর এইডেন মারকারাম মিলে ১৩১ রান যোগ করেন। তৃতীয় উইকেট হারানোর সময় আফ্রিকানদের দলীয় সংগ্রহ ৩০ ওভার ৪ বলে ১৬৭ রান। এইডেন মারকারাম ৬৯ বলে ৬০ রান করে আউট হন আর কুইন্টন ডি কক আউট হওয়ার আগে ১৪০ বলে ১৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে ৩৮২ রানের বড় সংগ্রহ করতে বড় অবদান শেষ দিকে ক্লাসেনের ৪৯ বলে ৯০ রান আর ডেভিড মিলারের ১৫ বলে ৩৪ রানের দুটি ঝড়ো ইনিংস। শেষের দিকে ডি কক, ক্লাসেন আর মিলার সব বলকে ফ্রি হিট বানিয়ে ফেলেছিলেন। শেষ দশ অভারে দক্ষিণ আফ্রিকা যোগ করে ১৪৪ রান।

৩৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশী ব্যাটারা শুধু যাওয়া আসার মধ্যে ছিল। ৪৬ ওভার ৪ বলে ২৩৩ রানে অলআউট বাংলাদেশ। টপ ৫ ব্যাটরের মধ্যে সর্বোচ্চ রান লিটন দাসের ৪৪ বলে ২২ রানের ইনিংস। লজ্জাজনক হার থেকে বাঁচিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে মাহমুদুল্লাহর ১১১ বলে ১১১ রানের ইনিংসটি। আফ্রিকার হয়ে কোয়েটজি ৩ টি আর জনসন, উইলিয়ামস আর রাবাতা দুটি করে উইকেট নিয়েছেন।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশের প্রাপ্তির ভান্ডারে কিছই নেই। টানা ৪ হারের ধরন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ। প্রতি ম্যাচে ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে আর বোলিংয়ে এসেও সেই প্রথম ১০ ওভারের মধ্যেই ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ।

যা বিশ্বকাপের মত আসরের সুন্দর্য অনেকটা নষ্ট করেছে। যেখানে আফগানিস্তানের মত দল ইংল্যান্ড পাকিস্তান আর নেদারল্যান্ড আফ্রিকার মত দলকে হারিয়ে দিচ্ছে সেখানে বাংলাদেশ শুধু দেশের ক্রিকেটকে অপমানিতেই করেছে।

ধারাভাষ্য কক্ষ থেকেও বাংলাদেশের ক্রিকেটের ‍উন্নতির গ্রাফ নিয়ে সমোলোচনা হচ্ছে। অনেকেই বাংলাদেশের ক্রিকেটের চেয়ে আফগানদের ক্রিকেটের ‍উন্নতির কথাই বলছে। বাংলাদেশের বর্তমান যা অবস্থা সেখান থেকে কোন রকম টুর্নামেন্ট শেষ করতে পারলেই যেন তাড়া বেঁচে যায়।

One thought on “আফ্রিকার কাছে বড় হার বাংলাদেশের

মন্তব্য করুন