শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

bangladesh-cricket-68

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। টানা ৬ ম্যাচে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের সান্ত্বনার জয়ের স্বাদ পেল তারা। বিশ্বকাপ পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ৭ নম্বরে। এই জয়ের ফলে শঙ্কা জাগানো চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা-২৭৯/১০ (৪৯.৩), আশালাঙ্কা-১০৮ (১০৫), পাথুম নিশাঙ্কা-৪১ (৩৬),
তানজিম হাসান সাকিব-১০-৮০-৩, সাকিব-১০-৫৭-২, শরীফুল-৯.৩-৫২-২
বাংলাদেশ-২৮২/৭ (৪১.১), শান্ত-৯০ (১০১), সাকিব-৮২ (৬৫),
মাধুশাঙ্কা-১০-৬৯-৩, ম্যাথিউস-৭.১-৩৫-২, থিকসানা-৯-৪৪-২

আগে ব্যাট করে ৪৯ ওভার ৩ বলে সব কয়টি হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। কুশাল পেরেরা ৪ আর কুশাল মেন্ডিস ১৯ রান করে আউট হলে ৬৬ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর পাথুম নিশাঙ্কা আর সামারা বিক্রমা দুই জনই ৪১ রান করে আউট হলেও আশালাঙ্কা ফেরার আগে ১০৫ বলে ১০৮ রানের ‍দুর্দান্ত ইনিংস খেলেন। শেষের দিকে ধনঞ্জয়ার ৩৬ আর থিকসানার ২২ রানে ২৭৯ রানের মাঝারী সংগ্রহ পায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে অভিষিক্ত তানজিম হাসান সাকিব ১০ ওভার বোলিং করে ৮০ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন। শরীফুল ইসলাম ৯ ওভার ৩ বলে ৫২ রানে ২ টি আর সাকিব আল হাসান ১০ ওভারে ৫৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন।

২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যথারীতি ব্যর্থ বাংলাদেশী ওপেনাররা। তানজিদ হাসান তামিম ৫ বলে ৯ আর লিটন দাস ২২ বলে ২৩ রান করে আউট হলে দলীয় ৪১ রানের মাথায় ২ টি উইকট হারিয়ে বসে বাংলাদেশ। তবে সেই বিপর্যয় ভালভাবে সামাল দেন অধিনায়ক সাকিব আল হাসান আর নাজমুল হাসান শান্ত।

দুজনের ১৬৯ রানের পার্টনারশীপের পর সাকিব ফেরেন ৬৫ বলে ৮২ রান করে আর শান্ত আউট হন ১০১ বলে ৯০ রান করে। শাকিব শান্তর বড় পার্টনারশীপ কাজে লাগিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মুশফিক মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ আউট হয়েছেন ২২ আর মুশফিক ১০ রানে। দুজনের ব্যর্থতার পরও জয় পেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। ৪১ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে জয় নিশ্চিত করেন দুই অপরাজিত ব্যাটার তাওহীদ হৃদয় আর তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার হয়ে দিশান মাধুশাঙ্কা ১০ ওভারে ৬৯ রান করে ৩ টি ‍উইকেট নিয়েছেন। অ্যাঞ্জেলা ম্যাথিউস ৭ ওভার ১ বলে ৩৫ রান দিয়ে ২ টি আর মাহেশ ‍থিকসানা ৯ ওভারে ৪৪ রান দিয়ে ২ টি ‍উইকেট নিয়েছেন।

এই জয়ের ফলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা কেটে না গেলেও বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে। বিশ্বকাপ শেষে এই অবস্থান ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। সেমিফাইনাল স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পারফর্মেন্স দিয়ে হতাশ করলেও এখন সমর্থকরা চাইছে অন্তত পক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করে দেশে ফিরুক বাংলাদেশ দল।

তবে জয় পরাজয় পেরিয়ে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এঞ্জেলা ম্যাথুউসের টাইম আউট নিয়ে। ভুল হেলমেট পরে মাঠে নামার পর ভূল বুঝতে পেরে নিজের হেলমেটের জন্য সতীর্থকে কল করেন ম্যাথিউস। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার পরে নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বল ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিন মিনিট অতিবাহিত হওয়ায় টাইম আউটের জন্য আম্পায়ারের সরনাপন্ন হন সাকিব। আম্পায়ার সেই আবেদন অনুযায়ী ম্যাথিউসকে আউট ঘোষণা করেন। ম্যাথিউস সাকিবকে আবেদন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সাকিব সেই আবেদন প্রত্যাহার না করায় কোন বল মোকাবেলা না করেই ফিরতে হয় ম্যাথিউসকে। ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান যে এই আউটের ফাঁদে পড়ল।



45 thoughts on “শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  1. Hello there I am so happy I found your webpage,
    I really found you by accident, while I was searching on Google for something else, Anyways I
    am here now and would just like to say thanks for a tremendous post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to go
    through it all at the minute but I have bookmarked it and also added in your RSS
    feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the superb work.

  2. Howdy would you mind stating which blog platform you’re using?
    I’m going to start my own blog soon but I’m having a tough time deciding
    between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique.
    P.S Apologies for getting off-topic but I had to ask!

  3. Hello there! Quick question that’s totally off topic.
    Do you know how to make your site mobile friendly? My blog looks
    weird when browsing from my iphone 4. I’m trying to find a template or plugin that might
    be able to fix this problem. If you have any suggestions, please share.
    Thanks!

  4. I was wondering if you ever considered changing the layout of your site?
    Its very well written; I love what youve got to
    say. But maybe you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having 1 or two images.
    Maybe you could space it out better?

  5. Woah! I’m really digging the template/theme of this site.
    It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between superb usability and visual appearance.
    I must say you’ve done a fantastic job with
    this. Also, the blog loads super quick for me on Opera.
    Superb Blog!

  6. My partner and I absolutely love your blog and find almost all of your post’s to be just what I’m looking for.
    can you offer guest writers to write content
    available for you? I wouldn’t mind composing a post or elaborating on a number of the subjects you write about here.
    Again, awesome web log!

মন্তব্য করুন