বাংলাদেশের ক্রিকেটে সাকিবকে নিয়ে আলোচনায় কোন কূল কিনারা করা যাচ্ছে না। সাকিব আল হাসান আর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশেষ করে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়ে বোলিং একশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর দুবার বোলিং একশন শুদ্ধি পরীক্ষা দিয়েছেন সাকিব। সর্বশেষ খবর দুবারই ফেল করেছেন সাকিব।

বোলিং করতে পারছেন না সাকিব
আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং একশন প্রশ্নবিদ্ধ হলে এক বছরের মধ্যে দুবার আইসিসির স্বীকৃত ল্যাবে পরীক্ষা দিয়ে পাশ করতে ব্যর্থ হলে, পরবর্তী এক বছর আর পরীক্ষা দিতে পারবেন না কোন বোলার। সাকিব আল হাসান এখন সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ রয়েছেন। তবে শুধুমাত্র ব্যাটিং হিসেবে খেলতে পারবেন তিনি।
মূল অস্ত্র হারিয়ে বিপাকে
অল রাউন্ডার সাকিব আল হাসানের মূল অস্ত্র ছিল বোলিং। দীর্ঘদিন ব্যাটিংয়ে রান খরায় ভূগছেন তিনি। এর মধ্যে বোলিংয়ে নিষিদ্ধ হয়ে কঠিন সময় পার করছেন সাকিব। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে রাখাটা খুব বেশি কার্যকর হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে সংশয়
আসন্ন ফেব্রুয়ারী মাসে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে দুবাইতে। অঘোষিত বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে রাখা হবে কিনা, তা নিয়ে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে কোন আলোচনাই হয়নি। এর মধ্যে তামিম ইকবালকে দরে ফেরাতে প্রস্তাব দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল ফিরতে সম্মত হলে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট অনেকটা শেষ ধরে নেয়া যাবে। কারন, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল একি সাথে খেলতে সম্মত নয়। ফলে তামিম ফিরলে সাকিব আল হাসানকে দলে রাখবে না বিসিবি।
বিসিবির জন্য সহজ সিদ্ধান্ত
এর মাঝে সাকিব আল হাসানের বোলিং একশন প্রশ্নবিদ্ধ হওয়ায় বিসিবি অনেকটা সেভ জোনে রয়েছে। ক্রিকেট এবং রাজনৈতিক সংকটে থাকা সাকিবকে দল থেকে ছাঁটাই করা বিসিবির জন্য এখন একটি সহজ সিদ্ধান্ত হতে পারে। তার মধ্যে সাকিব রাজনৈতিক কারনে বিসিবির সাথে সরাসরি এসে আলোচনা করতেও পারছেন না।
ক্রিকেট নক্ষত্র বিদায়ের পথে
গত কিছুদিন ধরে সাকিব আল হাসান বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগে অংশগ্রহন করছেন। তবে বোলিং হিসেবে খেলতে না পারলে বাইরের দলগুলো সাকিবকে দলে নেয়ার বিষয়ে আগ্রহ হারাবে। শুধুমাত্র ব্যাটার সাকিবকে খেলিয়ে কোন দল খুব লাভ করতে পারবে বলে অনেকে মনে করেন না। ফলে এক মহা সংকটময় সময় অতিবাহিত করছেন সাকিব আল হাসান। যা সাকিব এবং বাংলাদেশের ক্রিকেট দুটোর জন্যই বিব্রতকর।