আফগানিস্তানের বিপক্ষে সাকিব খেলবেন

shakib-126

আফগানদের বিপক্ষে সাকিব খেলবেন, বলেছেন নাজমুল হাসান শান্ত। অনুশীলনের সময়, পায়ে চোট পেয়েছিলেন সাকিব। ফলে, প্রথম প্রস্তুতি ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেননি। মাঠে নামেননি আজকে ইংল্যান্ডের সাথে চলমান প্রস্তুতি ম্যাচেও। ফলে, আজ অধিনায়ক হয়ে, টসে এসেছিলেন শান্ত।টসের সময়, সাকিবের ইনজুরি নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, সাকিব ১০০ ভাগ ফিট আছেন, খেলবেন আফগানিস্তানের বিপক্ষেই।

বিগত কিছুদিন ধরেই, সাকিব আফগানিস্তানের বিপক্ষে খেলবেন কি খেলবেন না, এরকম নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে, শতভাগ ফিট না হয়ে খেলা, দলের সাথে প্রতারণার শামিল, বিশ্বকাপে যাওয়ার আগে একথা বলেছিলেন সাকিব। ফলে, শতভাগ ফিট না হলে, তিনি নিজের বিষয়ে কি করবেন, তা নিয়ে কথা হচ্ছিল।

বিশ্বকাপে যাওয়ার আগে,   সাকিবের বিষয়ে কোন খবরই আসছিল না। বিশ্বকাপে, মিডিয়া থেকে দুরে থাকার বিষয়ে, সতীর্থদের নির্দেশনাও সাকিব দিয়ে রেখেছেন। মাঠের বাইরে আলোচনা যাই হোক না কেন, সাকিবের শতভাগ ফিট থাকা, বাংলাদেশের জন্য স্বস্তির।

শক্তির বিচারে, আন্তর্জাতিক ক্রিকেটে, আফগানিস্তান এখনো শক্তিধর না হলেও, বাংলাদেশের সাথে আফগানিস্তানের রেকর্ড বেশ ভাল। এশিয়া কাপে, বাংলাদেশের সাথে হারলেও, সর্বশেষ ওডিআই সিরিজে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারানোর রেকর্ড আছে আফগাদের। তাই, সাকিবের দলে থাকাটা, বাংলাদেশ দলের জন্য অবশ্যই স্বস্তির হবে।

তাছাড়া, এটিই সাকিবের শেষ বিশ্বকাপ। যেখানে, বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়, তিন নম্বরে উঠে আসা সহ, বেশ কিছু রেকর্ডের হাতছানি আছে সাকিবের সামনে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি, দলকে বিশেষ কিছু দেয়ার শেষ সুযোগ এটি। বাংলাদেশী সমর্থকদের বাস্তবতা মেনে বড় আশা না থাকলেও, মনের সুপ্ত কোনে বাসনা রয়েছে ভাল কিছু দেখার। যা, বাংলাদেশের ক্রিকেটে চলা সব আলোচনা-সমোলোচনা থেমে দিতে পারে।

অপরদিকে, ইংল্যান্ডের সাথে চলমান প্রস্তুতি ম্যাচ, বৃষ্টির কারনে আপাতত বন্ধ আছে। বৃষ্টি শুরুর আগে, বাংলাদেশ ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে। তানজিদ হাসান ৪৫ করে আউট হয়েছেন। উপরের দিকে ব্যাট করার সুযোগ পাওয়া, মিরাজ ৬০ রান করে অপরাজিত আছেন। বড় রান করতে ব্যর্থ হয়েছেন লিটন দাস (৫), শান্ত (২), মুশফিক (৮), মাহমুদুল্লাহ (১৮)। টপ অর্ডারে ব্যর্থতার ধারা অব্যাহত আছে, যা বাংলাদেশের সবচেয়ে উদ্বিগ্নের জায়গা। বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তেও, টপ অর্ডারের ব্যর্থতার কোন সমাধানে আসতে পারেনি বাংলাদেশ।

2 thoughts on “আফগানিস্তানের বিপক্ষে সাকিব খেলবেন

মন্তব্য করুন