পঞ্চপান্ডবের বিদায়ে মলিন হচ্ছে দেশের ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপান্ডব বলা হয় সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এবং মাশরাফিকে। এর মধ্যে মাশরাফি সরাসরি ঘোষণা দিয়ে বিদায় না বললেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না তা নিশ্চিত। প্রায় সমান অবস্থা তামিম ইকবালেরও। বাকি তিনজন বিভিন্ন ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। একযোগে পঞ্চপান্ডবের উপস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট দেখেছে নিজেদের স্বর্নযুগ। তাদের বিদায়ে এখন মুদ্রার উল্টোপিট দেখছে দেশের ‍ক্রিকেট।

ছবি: সংগৃহীত

পঞ্চপান্ডব ছাড়া বিচ্ছিন্ন দল বাংলাদেশ

পঞ্চপান্ডবের বিদায়ে কেন এমন করুন পরিনতি জানা নেই কারোর। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকাকালিন শুধুমাত্র বিসিবির আর্থিক দিকটা ভারি হয়েছে। কিন্তু ক্রিকেটের উন্নয়নের নানা গাল গল্প শোনালেও কাজ হয়নি কিছুই। বাংলাদেশকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানো পাপনের এখন নিজেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় একই দশা বাংলাদেশের ক্রিকেটেরও। 

আর্থিক দিক ছাড়া উন্নতি নেই ক্রিকেটের

বিসিবির আর্থিক পাল্লা ভারির পাশাপাশি উন্নতি হয়নি ক্রিকেটীয় কাঠামোর। ঘরোয়া ক্রিকেটের মান অতি নিম্নমানের। এমনকি বিসিবি কতৃক আয়োজিত বিপিএলের মান সম্প্রচারেরও অযোগ্য। ব্যাটিং বোলিংয়ে থাকছে না কোন লেভেলের পারফর্ম্যান্স। বিদেশীরাও যারা আসছে আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত মুখও নয়। 

যোগ্য খেলোয়াড়ই পাচ্ছে না বাংলাদেশ

সাকিব আল হাসান তো এক ইন্টারভিউতে বলেই দিয়েছেন বিপিএলে বাংলাদেশের লোকাল খেলোয়াড়েরা ম্যাচের মোড় ঘুড়িয়ে জিতিয়ে দিয়েছে এমনটা খুব একটা দেখেননি তিনি। সাকিবের কথাতেও রয়েছে অকাট্য যুক্তি। বাংলাদেশের লোকাল ক্রিকেটাররা একাই ম্যাচ বের করিয়ে ম্যাচ জিতিয়েছে এমন ইনিংসের কথা কেই বা বলতে পারবে। উল্টো হাতের নাগালে থাকা ম্যাচও কঠিন বানিয়ে হেরেছে এমন নজির রয়েছে অনেক।

ক্রিকেটের সুদিন আসবে কবে?

ক্রিকেট শুরুর এত বছর পর সাকিব তামিমদের চেয়ে ভাল না হলেও সমান মানের ক্রিকেটারও তৈরি হয়নি। এখন যা অবস্থা নেপালের সাথেও জিততে হয় কষ্ট করে। আর আফগানদের সাথে জিততে পারাটাতো সোনায় সোহাগা। দিনের পর দিন পারফর্ম করতে না পারলেও দলে জায়গা পেতে সমস্যা হচ্ছে না শান্ত আর লিটনদের। এই মূহুর্তে দলে থাকা খেলোয়াড়দের নিয়ে আশাবাদী হওয়ার মত কোন কারনও নেই বাংলাদেশের। ঠিক বড় কোন অলৌকিক ঘটনা না ঘটলে বাংলাদেশের কিকেটের সুদিন দেখতে পারাটা হবে অবিশ্বাস্য ঘটনা।

19 thoughts on “পঞ্চপান্ডবের বিদায়ে মলিন হচ্ছে দেশের ক্রিকেট

  1. В DPM+ мы предлагаем инновационное курс по созданию продукта для тех, кто стремится стать лидером в девелопменте. Вы получите доступ к лучшим практикам управления проектами, изучите реальные кейсы и научитесь эффективно использовать инструменты для разработки продукта. Присоединяйтесь к нашему сообществу и откройте новые возможности для своего карьерного роста!

  2. Автоновости Казахстан kazlenta.kz

    По запросу гороскоп на 2021 мужчина мы поможем Вам. Также здесь имеются такие категории, как: новости по районам, по Миру, политика, общество, спорт, экология, финансы и многие другие. Основные новости часа Вы найдете на главной странице сайта kazlenta.kz уже сейчас, а посмотреть новости отдельной тематики можно выбрав её.

  3. Наш сайт предлагает широчайший выбор лодок ПВХ, лодочных моторов, запчастей и аксессуаров, которые сделают ваше времяпрепровождение на воде комфортным и спокойным.

    лодка с надувным дном – это идеальный вариант для отдыха с рыбалкой в любом водоеме или веселых водных развлечений. Наши надувные лодки невесомые, устойчивые и занимают мало места в сложенном виде, они легко перевозятся и быстро накачиваются. В нашем ассортименте товары различных размеров и характеристик, чтобы вы подобрали именно то вариант, который соответствует вашим потребностям.

    Наши безотказные подвесные моторы для лодок гарантируют вам отличную скорость и маневренность на воде. Ассортимент запасных частей и аксессуаров помогут поддерживать вашу лодку ПВХ в отличном виде и сделают каждую поездку по-настоящему комфортной.

    Заказывая у нас, вы получите не только качественный товар, но и профессиональную консультацию, а также гарантии на все товары. Покупайте лодки ПВХ и все необходимое для отдыха прямо сейчас!

মন্তব্য করুন