টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ টিম ইন্ডিয়া

রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অনেকটা আইসিসি কর্তৃক সময়ের আগে ঘোষণা করে রেখেছে ভারত। বিরাট কোহলী আর অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে নানা কথা থাকলেও শেষ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের উপর যথেষ্ট আস্থা রাখছে। আইপিএলের এবারের আসরে বিরাট কোহলী ৭৪১ রান করে সর্বোচ্চ রান করে দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে দেয়নি। অন্যদিকে, রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সন খারাপ করলেও রোহিত শর্মার পারফরম্যান্স ছিল আশাব্যাঞ্জক।

virat-khohli-171

তাছাড়াও, এবারের আইপিলে হার্দিক পান্ডিয়া ব্যর্থ হলেও দলে জায়গা পেতে সমস্যা হয়নি। হার্দিক পান্ডিয়ার দু:সময়  চলছে এখন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ার দায়িত্ব দিয়েছিল আম্বানীরা। কিন্ত, সেই দায়িত্ব পালনে চুড়ান্ত ব্যর্থ হয়েছে পান্ডিয়া। ফলাফল, পয়েন্ট তালিকার সবার নিচে থেকে টুর্নামেন্ট থেকে বিদায়। মাঠের পাশাপাশি মাঠের বাহিরের বিষয়েও খারাপ সময় যাচ্ছে পান্ডিয়ার। আইপিএলের পর পরই স্ত্রী নাতাশার সাথে ছাড়াছাড়ি হয়েছে তার। 

তবে, ভারতের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটার সূর্যকুমার যাদবের দল পাওয়া অনেকটা নিশ্চিতই ছিল। এবারের আসরের পারফর্ম্যান্স দিয়ে দলে জায়গা করে নিয়েছেন উইকেট কিপার ব্যাটার সানজু সামসান। তাছাড়াও, দীর্ঘ ইনজুরি পেরিয়ে এবারের আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরা রিশাভ পান্থও উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা শিবাম দুবে এবারের আইপিএল জুড়ে অনবদ্য অবদান রেখেছেন। স্বীকৃতিটাও পেয়েছেন হাতে নাতে। বিশ্বকাপ চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুবে।

স্পিন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা আর অক্সার প্যাটেল। আর জেনুেইন স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ যাদব আর যুগেন্দ্র চাহাল। তাছাড়া, পেস অ্যাটাক সামলানোর দায়িত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামী, মোহাম্মদ সিরাজ আর আর্শদীপ সিং।

অন্যদিকে, ২০১৩ সালের পর আর কোন আইসিসি ইভেন্ট জেতেনি ভারত। ক্রিকেটের যেকোন ফরম্যাটে হট ফেভারিট ধরা হয় ভারতকে। সেই ভারতের দীর্ঘ আইসিসি ট্রফি খরা মন পুড়িয়েছে ভারতবাসীর। তবে, এবার সেই খরা দুর করতে বদ্ধ পরিকর রোহিত শর্মার দল। আর সেটা হবে কিনা তা সময় বলে দেবে। 

167 thoughts on “টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ টিম ইন্ডিয়া

মন্তব্য করুন