ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

pak-ind-157

ভারতের খেলোয়াড়দের সাথে বাবর আজমের হাত মেলোনোর মাধ্যমে শেষ হল ভারত পাকিস্তান ম্যাচের পরিসমাপ্তি। কোন রকম ফলাফল ছাড়াই ভারত পাকিস্তান ম্যাচ শেষ হওয়া সমর্থকদের জন্য হতাশার বটে। প্রকৃতির উপর কারো হাত না থাকায় এই ফলাফল মেনে নেওয়া ছাড়া আর কোন পথ নেই। ম্যাচ শুরুর আগে থেকে শুরু করে ভারতের ব্যাটিং ইনিংস পর্যন্ত অনেকবারই বৃষ্টির কারনে থামতে হয়েছে। তবে সেটা যে একটা সময় এসে ম্যাচের রেজাল্ট আসতে বাঁধা দিবে এটা খুব কম জনই ধারনা করেছিল।

ভারতের ব্যাটিংস ইনিংস থেমে থেমে হলেও শেষ করা গেলেও শুরুই করা গেল না পাকিস্তানের ব্যাটিংস ইনিংস। এর আগে ভারতের টপ অর্ডারকে ধসে দেয়া এবং মিডল অর্ডারে পাকিস্তানের বলারকে তুলোধুনা করা বাড়তি রোমান্সের ইঙ্গিতই দিচ্ছিল। ভারতের ২৬৬ রানের ইনিংসে ঈশান কিশানের ৮২ বলে ৮১ রান এবং হার্দিক পান্ডিয়ার ৯০ বলে ৮৭ রান ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের প্রমানই দিল । পাশাপাশি, শাহিন শাহ আফ্রিদির ৪ উইকেট, হ্যারিস রউফ এবং নাসিম শাহের ৩ উইকেট শিকার। যা, পাকিস্তানের বিশ্ব মানের পেস এটাকের বার্তা দিল।

তবে যাই হোক, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্ত সমর্থকদের হতাশ করল আজকের এই দিনটি। কথার লড়াইয়ে জড়ানো ভক্ত সমর্থকদের ক্রিকেটীয় আবেগ দেখানোর সুযোগটা হাতছাড়া হল। অথচ, বিশ্বের সব খেলার সেরা খেলা ধরা হয় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ। এই ম্যাচ নিয়ে এর আগে কথার লড়াইয়ে জড়িয়ে ছিলেন শৌরভ গাঙ্গুলীও । ভারত পাকিস্তান ম্যাচ এখন আগের মতো জমে না বলে তিনি মন্তব্য করেছিলেন। জবাবে, পাকিস্তানের বিপক্ষে হারার ভয়ে ভারত পাকিস্তানের সাথে ম্যাচ খেলত না বলেও মন্তব্য আসে পাকিস্তানিদের পক্ষ থেকে। তবে, সব আলোচনার আপাতত অবসান হলেও, এই এশিয়া কাপেই ভারত পাকিস্তানের আরও ২ বার মুখোমুখির সুযোগ আসতে পারে। শেষ চারে একটি ম্যাচ মুখোমুখি মোটামুটি নিশ্চিত। তবে, দুদল ফাইনালে উঠলে আরও একটি ভারত পাকিস্তান ম্যাচ দেখবে ক্রিকেট বিশ্ব।

 

 

2 thoughts on “ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

মন্তব্য করুন