ভারত, না অস্ট্রেলিয়া সেই উত্তর জানার দারপ্রান্তে ক্রিকেট বিশ্ব। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শ্রেষ্ঠত্ব প্রমাণে ১৯ নভেম্বর মাঠে নামছে দুই দল। ভারত ১০ ম্যাচ খেলে অপরাজিত আর অস্ট্রেলিয়াও টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে। ফলে জম্পেশ লড়াই দেখার অপেক্ষায় পূরো ক্রিকেট বিশ্ব।

লড়াইয়ের আগে দুই দলই না উড়ে পা মাটিতেই রাখছে। আগামীকালের ম্যাচে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সমাগম দেখবে ক্রিকেট দুনিয়া। যারা পূরোপুরি ভারতের পক্ষেই গলা ফাঁটাবে। ১০ ম্যাচ অপরাজিত থাকলেও রোহিত শর্মা সেটাতে গাঁ ভাসাতে চাচ্ছেন না। তার মতে, নতুন একটা গেম যেখানে বিশেষ দিনে ভাল খেলতে হবে। এমনকি অস্ট্রেলিয়া কি করতে পারে সেকথাও জানাতে ভুললেন না শর্মা।
অস্ট্রেলিয়ার এই দলটি খুব ভয়ানক নয় এমন প্রশ্নের জবাবে রোহিত শর্মা জনানা সর্বশেষ ৮ ম্যাচে অপরাজিত দলকে হালকা করে দেখার কোন সুযোগ নেই। তাছাড়া, ১০ ম্যাচ অপরাজিত থাকা জলে যেতে পারে ফাইনাল না জিতলে সেকথা বললেন রোহিম শর্মা। তাছাড়া তার নেতৃত্বে দল ফাইনাল খেলবে সেকথাও নাকি ভাবেন নি রোহিত।
অপরদিকে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সামনে খেলাটা ইনজয় করবেন বলে মনে করেন। পুরো স্টেডিয়ামকে নিরবতার সাগরে ডুবাতে চান ক্যামিন্স। গত কয়েক বছর ভারতের সাথে খেলে যে সাফল্য পেয়েছেন সেই সাফল্যকে পুঁজি করে ফাইনাল জিততে চায় অস্ট্রেলিয়া। সব মিলিয়ে দারুন এক ফাইনাল হবে বলে মনে করেন প্যাট কামিন্স।
ব্যাটে রোহিত কোহলীদের টেক্কা দেয়া জন্য ডেভিড ওয়ার্নার, স্টিফেন স্মিথরা আছেন। অপরদিকে মোহাম্মদ শামী আর জাসপ্রিত বুমরাহদের চেয়ে দাপট দেখাতে চাইবেন প্যাট কামিন্স আর মিশেল স্টার্করা। ভারত পরিষ্কার ফেভারিট হলেও এত কাছে এসেও শিরোপা কোনভাবেই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।
দুর্দান্ত ফর্মে থাকা রোহিত কোহলীরা যেমন ম্যাচকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। তেমনি মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন অনায়সে। ফলে কোন দলই নিজেদের পরিষ্কার ফেভারিট বলার ঝুঁকি নিতে চাইছে না। উল্টো বিপক্ষ দলকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের হালকা রাখার চেষ্টা করছে। তবে ভিতরে হয়তো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সুপ্ত বাসনা মনে পুশিয়ে রেখেছে দু দল। সব মিলিয়ে ঐতিহাসিক এক ক্রিকেটীয় রোমাঞ্চ অপেক্ষা করছে ক্রিকেট ভক্তদের জন্য।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.