
আগামীকাল ভারত বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে দুদল। তিন ম্যাচের তিনটিই জিতে ভারত এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আর বাংলাদেশ তিন ম্যাচে দুই হার এবং এক জয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। দুই দলের শক্তির পার্থক্য অনেক হলেও দুদলের মুখোমুখিতে গত কয়েক ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
দীনেশ কার্তিক তো কয়েক দিন আগে বলেই দিলেন ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে এখন ভারত বাংলাদেশ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয় বেশি। কথার যোক্তিকতাও আছে, দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচের মোকাবেলায় বাংলাদেশের জয় তিনটি আর ভারতের দুটি!
সর্বশেষ এশিয়া কাপেও ভারতের বিপক্ষে জিতেছে বাংলাদেশ দল । তাছাড়াও ভারতের সাথে খেলা হলেই বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে ফ্যানরা আলাদা ভাবেই উজ্জীবিত থাকে। ভারতের সাথে ম্যাচ মানেই যেন ভাল কিছু করে দেখানোর তাড়না।
তবে বাংলাদেশের জন্য আতঙ্কের বিষয় সাকিব খেলবেন কি খেলবেন না। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পেশীতে টান পেয়েছিলেন সাকিব। আজ ব্যাটিং অনুশীলন করলেও বোলিংয়ে হাত ঘোরাননি সাকিব। কালকে সকাল পর্যন্ত সাকিবকে পর্যবেক্ষনে রাখবেন হাথুরুসিংহে।
পেশীর ইনজুরির অবস্থা জানার ব্যাপারে স্ক্যান করলেও বর্তমান অবস্থা কাউকে জানাননি সাকিব। আজকের সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পরশ মমব্রে সাকিবের ব্যাপারে বলেন সে অনেক ভালো খেলোয়াড়। ব্যাটে বলে বাংলাদেশের জন্য দুর্দান্ত খেলোয়াড় সাকিব। তবে সাকিবকে নিয়ে আলাদা করে ভাবছেন না তারা। এমনকি কালকের ম্যাচে সাকিব খেলবেন কি খেলবেন না সে ব্যাপারেও তাদের মাথা ব্যাথা নেই।
সাকিবের খেলা নিয়ে শঙ্কা থাকলেও বিরাট কোহলি সাকিবের বোলিং এর আলাদা ভাবে প্রশংসা করলেন। তার মতে সাকিব খুব ইকোনোমিক্যাল বোলার। বল হাতে ব্যাটসম্যানকে বোকা বানাতে পারে সে। সাকিবের বলে বিরাট কোহলি ১৪৮ বলের মোকাবেলায় ১৪০ রান করে আউট হয়েছেন পাঁচ বার।
অন্যদিকে সাকিবও কোহলির প্রশংসা করতে ভোলেননি। তার মতে মডার্ন ক্রিকেটের সেরা ব্যাটার কোহলি। তাকে ৫ বার আউট করতে পারা অবশ্যই ভাল লাগার বিষয়। তবে যাই হোক ভারতের বিপক্ষে বাংলাদেশের সুখকর অভিজ্ঞতা গুলো কাজে লাগিয়ে ভাল কিছু করার কথাই ভাববে বাংলাদেশ।
যদিও ভারতীয় সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার মনে করেন বাংলাদেশ তাদের নিজেদের সেরাটা খেলেও ভারতকে হারাতে পারবে না। আর দীনেশ কার্তিক মনে করেন বাংলাদেশ টুর্নামেন্ট শেষে সাত নম্বর পজিশনে থাকবে। কথার ফুলঝুরি থাকলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতার সক্ষমতা আছে। তবে জিততে হলে দল হয়েই ভাল করতে হবে বাংলাদেশকে।
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.info/register?ref=P9L9FQKY