
সাকিবের ইনজুরি শঙ্কা জাগিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে। অনুশীলনে, ফুটবল দিয়ে শরীর গরম করতে গিয়ে পড়েছেন পায়ে ব্যাথা পেয়েছেন। আজকে অনুশীলনে সাকিবকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা গেছে। তবে, ইনজুরি কতটা মারাত্মক, তা বুঝতে দিচ্ছেন না কাউকেই। তামিম-সাকিব দ্বন্দ্বে, শতভাগ ফিট না হলে, জাতীয় দলের হয়ে খেলাটা প্রতারণা বলেছিলেন সাকিব। যা ধোনীর একটা কথাকে কোট করে বলেছিলেন সাকিব। তাই, শতভাগ ফিট না থাকলে তিনি খেলবেন কিনা, সময় বলে দিবে।
সাকিবের ইনজুরির কারনে প্রথম প্রস্তুতি ম্যাচে, শ্রীলঙ্কার সাথে মাঠে নামেননি। সাকিব না নামলেও জয় পেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। ৭ উইকেটের বড় দিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর, ইংল্যান্ডের সাথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও, মাঠে নামবেন না সাকিব। আফগানিস্তানের সাথে মাঠে নামতে, শেষ সময় পর্যন্ত ইনজুরি সারিয়ে, মাঠে নামতে চেষ্টা করবেন সাকিব।
তবে, সাকিবের সামনে অপেক্ষা করছে বেশ কিছু রেকর্ড। বর্তমানে, বিশ্বকাপে আসা সব খেলোয়াড়দের থেকে, বিশ্বকাপে সাকিবের রান বেশি। একজন অলরাউন্ডার হয়েও, এই কীর্তি, সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয়া সাকিব, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ৪ টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৪ টি বিশ্বকাপে, অংশ নিয়ে ২৯ ম্যাচে সাকিব ১১৪৬ রান করেছেন। যা, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম। এই বিশ্বকাপে অংশ নেয়া, বিরাট কোহলির রান, ২৬ ম্যাচে ১০৩০ রান।
তবে, এখানেই শেষ নয়, বিশ্বকাপে কমপক্ষে ১০০০ রান ৩০ টির উপর উইকেট পাওয়া, একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বিশ্বকাপে, সাকিব ৩য় সর্বোচ্চ ৬০৬ রান করেছিলেন। এবার, কমপক্ষে ৩৮৭ রান করতে পারলেই, বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনে চলে আসবেন সাকিব। বর্তমানে, তিন নম্বরে থাকা কুমারা সাঙ্গাকারা ১৫৩২ রান করেছেন। যা, সাকিবের বর্তমান রান থেকে ৩৮৬ রান বেশি।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে, প্রতিটি দল ৯ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব ম্যাচ খেলতে পারলে, বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের ৩ নম্বর পজিশন টা দখল করা কঠিন হবে না সাকিবের জন্য। এই বিশ্বকাপ সাকিবের শেষ বিশ্বকাপ হলেও, রেকর্ড বইয়ে সাকিবের কীর্তি, সাকিবকে মনে রাখতে বাধ্য করবে। যার নামের পাশে, লেখা থাকবে বাংলাদেশের নামটাও। যা, বাংলাদেশের ক্রিকেটকেও রিপ্রেজেন্ট করবে।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.