দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে তাঁর সেই আশা আর পূরণ হলো না। তাই ভারতের বিপক্ষে সর্বশেষ খেলা টেস্ট ম্যাচটি ছিল সাকিব আল হাসানের সর্বশেষ টেস্ট ম্যাচ। আর এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টির পর টেস্ট ম্যাচে অবসর হয়ে গেল সাকিবের। আগামী ওয়ানডে চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহনের মধ্যে দিয়ে ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব।

দেশ সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালীন সরকার দলীয় মনোনয়ন নিয়ে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। যা ঘিরে তাঁর ভক্ত সমর্থকদের মধ্যে আলোচনা সমোলোচনা তৈরি করে। সর্বশেষ ছাত্র আন্দোলনে ছাত্রদের সমর্থনে কথা না বলার খেসারত হিসেবে দেশে আসতে পারছেন না তিনি।
ছাত্র আন্দোলনে নীরব ছিলেন সাকিব
ছাত্র আন্দোলন চলাকালীন সর্বমহল থেকে সাকিবের কাছে ছাত্রদের দাবির পক্ষে কথা বলার জন্য আবেদন রাখা হয়েছিল। দেশের সংকটময় সময়ে সাকিব আল হাসান দেশে আসাতো দুরের কথা ছাত্র আন্দোলনের বিষয়ে কোন কথাই বলেননি সাকিব। উল্টো আন্দোলন চলাকালীন সময়ে সাকিবকে ফুরফুরে মেজাজে ঘুরতে দেখা যায়।
ব্যক্তিগত দায়ভার ছিল সাকিবেরও
সাকিবের বর্তমান অবস্থার পিছনে সাকিবের কি কোন দায়বদ্ধতা আছে? বাংলাদেশের রাজনৈতিক ভেদাভেদ থাকলেও সাকিব আল হাসান সব দলের কাছে ছিলেন পছন্দনীয়। কিন্তু রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে অনেকের কাছ থেকে সমর্থন হারাতে শুরু করেন সাকিব। তাছাড়াও সরকার দলীয় এমপি নির্বাচিত হওয়ার পরও দেশের চেয়ে বিদেশে বেশি সময় থাকতে দেখা যায় সাকিব আল হাসানকে।
দেশের হয়ে খেলায় আনন্দ পাননা সাকিব
এমনকি দলের হয়ে খেলার প্রতি অনেকটা অনীহা খেয়াল করা যায় সাকিবের মধ্যে। দলের কন্ডিশনিং ক্যাম্পে অংশগ্রহন না করে সিরিজ শুরুর আগ মূহূর্তে দলের সাথে যুক্ত হয়ে ম্যাচের পর ম্যাচ খেলেছেন সাকিব। কিন্তু যা হওয়ার তাই হয়েছিল। খ্যাতিমান অলরাউন্ডারের ট্যাগ লাগানো সাকিব দলের হয়ে ব্যাটে বলে ম্যাচের পর ম্যাচ মলিন থেকেছেন।
অর্থ উপার্জনকে লক্ষ্য বানিয়ে ছিলেন সাকিব
তাছাড়াও শেষ সময়ে সাকিব দলের হয়ে খেলার চেয়ে বিভিন্ন বিজ্ঞাপনে অংশগ্রহন করাটাকেই মূখ্য বানিয়ে ফেলেছিলেন। কোন রকম ম্যাচ শেষ করেই বিভিন্ন বিজ্ঞাপনের শূটিং করার জন্য মরিয়া হওয়া সাকিবের প্রধান লক্ষ্য ছিল যতটুকু পারা যায় টাকা উপার্জন করা। এমনকি দলের হয়ে খেলার চেয়ে গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলাটাকে সাকিব বেশি প্রাধান্য দিয়েছেলেন। এসব নানা কারনে সাকিব আল হাসানের দেশা না ফেরতে পারার পিছনে ওনার নিজেরই হাঁত রয়েছে ধরে নেয়াই যায়।
Çift yönlü petek temizliği Üsküdar su kaçak tespiti konusunda gerçekten güvenilir bir firma. https://mediasafar.com/read-blog/835
Не теряй ни минуты! Леон бет зеркало всегда поможет тебе оставаться на связи. Легкий доступ и удобная навигация позволяют мгновенно приступить к ставкам и получать заслуженные выигрыши.
Uyducu Malatya uydu sinyal güçlendirme Uyducu Malatya, fiyat performans açısından mükemmel bir hizmet sundu. https://rapagram.com/read-blog/11552
Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.
Jinx Manga I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav