
বিপিএল প্লেয়ার ড্রাফট ২০২৪ আয়োজিত হয়ে গেল। রাজধানীর একটি ফাইভ-স্টার হোটআয়োজিত হয়ে গেল বিপিএল-২০২৪ এর জন্য প্লেয়ার ড্রাফট। বিপিএল এ অংশগ্রহন করতে আগ্রহী ছিল ৪৪৩ বিদেশী এবং ২০৩ দেশী খেলোয়াড়। যাদের মধ্যে থেকে অংশগ্রহনকারী দলগুলো সরাসরি সাইনিং, আগের খেলোয়াড়দের ধরে রাখা এবং সরাসরি ড্রাফট থেকে নিজেদের দল সাজিয়েছেন। কিছুটা চমক দিয়ে আন-সোল্ড থেকে গেছেন সাব্বির রহমান। দল পাননি মোহাম্মদ আশরাফুলও। দুর্নীতির অভিযোগে ড্রাফটে নামই উঠেনি নাসির হোসেনের। এরকম নানা ঘটনা শেষে, অংশগ্রহনকারী দলগুলো সাজিয়ে নিয়েছে তাদের স্কোয়াড। বিপিএল প্লেয়ার ড্রাফট ২০২৪ থেকে কারা দল পেল।
কুমিল্লা ভিক্টোরিয়ানস:
ধরে রাখা খেলোয়াড়- সুনীল নারাইন, লিটন দাস,তানভীর ইসলাম, মেহাম্মদ রিজওয়ান এবং মোস্তাফিজুর রহমান।
সরাসরি সাইনিং-
রশিদ খান, তাওহীদ হৃদয়, নাসিম শাহ, মঈন আলী, নূর আহমেদ, আন্দ্রে রাসেল, জনসন চার্লস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ এবং জামান খান।
খেলোয়াড় ড্রাফট থেকে-
মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মোহাম্মদ এনামুল হক,মৃত্যুঞ্জয় চৌথুরী, মুশফিক হাসান, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, রাখিম কর্নওয়াল এবং ম্যাথু ওয়াল্টারফোর্ট।
দুর্দান্ত ঢাকা:
ধরে রাখা খেলোয়াড়- শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও আরাফাত সানি
সরাসরি সাইনিং– চতুরাঙ্গা ডি সিলভা, মোসাদ্দেক হোসেন সৈকত, উসমান কাদির ও সায়েম আইয়ুব।
খেলোয়াড় ড্রাফট থেকে-
জসিম উদ্দিন, ইরফান শুকুর, সাব্বির হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ, সাদিরা সামারাবিক্রমা, আলাউদ্দিন বাবু, লাহিরু সামারাকুন ও মেহরব হোসেন।
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স:
ধরে রাখা খেলোয়াড়– নিহাদুজ্জামান, শুভাগত হোম ও জিয়াউর রহমান।
সরাসরি সাইনিং– মোহাম্মদ হাসনাইন,শহিদুল ইসলাম, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হারিস ও নাজিবউল্লাহ জাদরান।
খেলোযাড় ড্রাফট থেকে-
সালাউদ্দিন শাকিল, তানজিম হাসান, শাহাদাত হোসেন দিপু, আল আমিন সিনিয়র, বিলাল খান, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার ও সৈকত আলী।
খুলনা টাইগার্স:
ধরে রাখা খেলোয়াড়– মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
সরাসরি সাইনিং– সরাসরি সাইনিং-শাই হোপ, এনামুল হক বিজয়, ধনঞ্জয়া ডি সিলভা, ফাহিম আশরাফ এবং এভিন লুইস।
খেলোয়াড় ড্রাফট থেকে– সুমন খান, আফিফ হোসেন, আকবর আলী, রুবেল হোসেন, মুকিদুল ইসলাম, পারভেজ ইমন, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, কাসুন রাজিথা ও হাবিবুর রহমান সোহান।
রংপুর রাইডার্স:
থরে রাখা খেলোয়াড়– আজমতউল্লাহ উমরজাই, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও শেখ মেহেদী।
সরাসরি সাইনিং– নিকোলাস পুরান, সাকিব আল হাসান, ওয়ানিন্দু হাসরাঙ্গা, বাবর আজম, ব্রান্ডন কিং, ইহসানউল্লাহ ও মাথিশা পাথিরানা।
খেলোয়াড় ড্রাফট থেকে– মোহাম্মদ আশিকুজ্জামান, রনি তালুকদার, ফজলে হোসেন রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি, রিপন মন্ডল, ইয়াসির মোহাম্মদ, মাইকেল রিপ্পন, হাসান ও হাসান মুরাদ।
ফরচুন বরিশাল:
ধরে রাখা খেলোয়াড়– ইব্রাহিম জাদরান, মাহমুদুল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
সরাসরি সাইনিং- দুনিথ ওয়েলালাগে, তামিম ইকবাল, আব্বাস আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, পল স্টার্লিং, ফখর জামান ও ইব্রাহিম জাদরান।
খেলোয়াড় ড্রাফট থেকে– দীনেশ চান্দিমাল, রাকিবুল হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, প্রিতম কুমার,সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও ইয়ানিক ক্যারিয়াহ।
সিলেট স্ট্রাইকার্স:
ধরে রাখা খেলোয়াড়– তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মুর্তজা ও জাকির হোসেন।
সরাসরি সাইনিং– হ্যারি টেক্টর, নাজমুল হোসেন শান্ত ও রায়ান বার্ল।
খেলোয়াড় ড্রাফট থেকে– রেজাউর রহমান রাজা, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, সালমান হোসেন, ইয়াসির আলী চৌধুরী, জাওয়াদ রোয়েন, আরিফুল হক,নাইম হাসান, রিচার্ড এনগারাভা, শফিকুল ইসলাম, দুশান হেমন্থ ও নাজমুল ইসলাম অপু।
Attempts to identify means of preventing TMX toxicity led to the discovery of multiple protective agents, some of them already approved for human use priligy sg
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.