মোস্তাফিজহীন চেন্নাইয়ের হার

মোস্তাফিজকে পূরো সিজনের জন্য চেয়ে চিঠি দিয়েও বিসিবির মন গলাতে পারেনি চেন্নাই সুপার কিংস। খেসারত হিসেবে কোয়ালিটি বলার সংকটে গুজরাট টাইটান্সের কাছে ৩৫ রানে হারতে হয়েছে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স। ওপেনিং পার্টনারশীপে সাই সুন্দরসন আর শুভমন গিল দুজনেই সেঞ্চুরি তুলে নেন। পাশাপাশি ২১০ রানের মাথায় প্রথম উইকেটের দেখা পায় চেন্নাই সুপার কিংস। সাই সুন্দরসন ৫১ বলে ১০৩ আর শুভমন গিল ৫৫ বলে ১০৪ রান করে আউট হন।

Mustafizur-Rahman

চেন্নাই সুপার কিংসের বেহাল দশার মূল কারন অবশ্য মোস্তাফিজুর রহমান আর মাথিশা পাথিরানার দলের সাথে না থাকা। পাথিরানা ইনজুরি সংক্রান্ত কারনে দলের সাথে নেই আর মোস্তাফিজ সাথে নেই জিম্বাবুয়ের সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ব্যস্থতায়। যদিও ১২ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তবে, প্রথম রাউন্ডের বাকি থাকা ২ ম্যাচ শেষে পজিশন হারিয়ে শঙ্কা তৈরি হয়েছে শেষ চারে খেলা নিয়ে।

তবে, এবারের আইপিএলে বড় রান চেজ করা খুব বেশি কঠিন মনে না হলেও, ২৩২ রানের লক্ষ্য তাড়া করে জেতা অনেকটাই কঠিন। চেন্নাই সুপার কিংস অবশ্য অনেকটা প্রচেষ্টা করেছিল। তবে, টপ অর্ডারের ব্যর্থতায় শুরুর দিকেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল তারা। টপ অর্ডারে অজিঙ্কা রাহানে ১, রাচীন রবীন্দ্র ১ আর অথিনায়ক ঋতুরাজ গাইকাট কোন রান না করেই ফিরলে ম্যাচ অনেকটা হাতছাড়া হয়ে যায়।

ড্যারেল মিশেল ৩৪ বলে ৬৩  আর মঈন আলীর ৩৬ বলে ৫৬ রান কিছুটা আশা তৈরি করেছিল। তবে, শেষ দিকে মহেন্দ্র সিংয়ের ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসেও শেষ রক্ষা হয়নি। চেন্নাইকে ৩৫ রানের হার মেনে মাঠ ছাড়তে হয়েছে।

মন্তব্য করুন