চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবিষ্মরনীয় এক জয় পেয়েছে বিরাট কোহলীর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম রাউন্ডে শেষ ম্যাচের আগে এক সেরা চারে আসতে পারেনি। উল্টো, আট ম্যাচের ৬ টিতে হেরে পয়েন্ট তালিকার তলানীতে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ শেষ চার নিশ্চিত করেছে বেঙ্গালুরু। গ্রুপ পর্বের শেষ ওভার পর্যন্ত লড়তে হয়েছে কোহলীদের শেষ চারে আসতে। অপরদিকে, গ্রুপ পর্বের শেষ ওভারের আগ পর্যন্ত শেষ চার ধরে রাখা চেন্নাই ঠিক শেষ মূহুর্তে এসে রান রেটে পিছিয়ে পড়ে বিদায় নিয়েছে।

শেষ চারে জায়গার জন্য আগে ব্যাট করলে কমপক্ষে ১৮ রান জিততে হত বেঙ্গালুরুকে। অন্যদিকে, ১৮ রানের কম ব্যবধানে হারলেও শেষ চার নিশ্চিত করার সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের। এমন অবস্থান থেকে আগে ব্যাট করার সুযোগ পায় কোহলীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু।
গূরুত্বপূর্ন ম্যাচে ওপেন করতে নেমে বিরাট কোহলী ২৯ বলে ৪৭ আর অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ৩৯ বলে ৫৪ রান করে ভাল শুরু এনে দেন। তবে, বড় জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামা বেঙ্গালুরুর রানের গতিটা কাঙ্খিত হারে আসছিল না। রজত পাটিকর ২৩ বলে ৪১ আর ক্যামেরুন গ্রিন ১৭ বলে অপরাজিত ৩৮ রান করে রানের গতিটা বাড়িয়ে নেন। রানের গতিটা বাড়িয়ে নিতে উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক ৬ বলে ১৪ আর ম্যাক্সওয়েল ৫ বলে ১৬ রান করে ভাল অবদান রাখেন।
চেন্নাই সুপার কিংসের হয়ে মিশেল স্যান্টনার ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন। তাছাড়াও, মাহেশ থিকসানা ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকলেও মাত্র ২৫ রান খরচ করেছেন। তবে, শার্দুল ঠাকুর ৪ ওভার বোলিং করে ২ টি উইকেট নিলেও রান দিয়েছেন ৬১ টি।
এদিকে জয়ের জন্য ২১৯ রানের বড় লক্ষ্য চেন্নাই সুপার কিংসের সামনে থাকলেও, শেষ চার নিশ্চিত করতে ২০১ রানের লক্ষ্য ছিল দলটির। অধিনায়ক ঋতুরাজ গাইকাট কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে, আরেক ওপেনার রাচীন রবীন্দ্রা ৩৭ বলে ৬১ রান করে দলকে ভাল অবস্থায় রাখেন। তবে, রাচীন রবীন্দ্রা চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর চেন্নাই বিপদে পড়ে। টূর্নামেন্ট জুড়ে ভাল খেলা শিবাম দুবে ৫ নম্বরে নেমে ১৫ বলে মাত্র ৭ রান করে দলকে অনেকটা ব্যাকফুটে নিয়ে যান।
শেষের দিকে রবীন্দ্রা জাদেজা ২২ বলে ৪২ আর মাহেন্দ্র সিং ধোনী ১৩ বলে ২৫ রান করলেও শেষ রক্ষা হয়নি। শেষ চারের সমীকরণ মেলাতে শেষ ওভারে ১৭ রানের দরকার ছিল চেন্নাইয়ের। মহেন্দ্র সিং ধোনী প্রথম বলে ৬ মেরে খেলা জমিয়ে দেন। তবে, জশ দয়ালের ২য় বলে ধোনী আউট হলে খেলার মোড় ঘুরিয়ে যায়। শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া চেন্নাই ২৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্যদিকে, কোন রকমে শেষ চার নিশ্চিত করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।