বিশ্বকাপ শেষে আইপিএলের হাকডাক ‍শুরু

বিশ্বকাপ শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেল। বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেট তো আর থেমে থাকছে না। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইপিএলের কার্যক্রম। আগামী ২৯ মার্চ থেকে ১০ দলের অংশগ্রহনে হতে চলেছে এবারের আইপিএল যা চলবে ১১ জুন পর্যন্ত।

Ipl-india-40

 তবে আইপিএল শুরুর আগে খেলোয়াড় ধরে রাখা আর ছেড়ে দেয়ার শেষ দিন ছিল ২৬ নভেম্বর। যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিলামে উঠা খেলোয়াড়দের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা এরেনাতে নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএল ইতিহাসে এবারই প্রথম ভারতের বাহিরে নিলাম অনুষ্ঠিত হবে।

এবারের আইপিএলে অবশ্য দলগুলোর নির্ধারিত টাকার লিমিট বাড়ছে। গত বছর যেখানে প্রত্যেকটি দল ৯৫ কোটি রুপি দল গঠনে খরচ করতে পারত। এবারের আইপিএলে তা বেড়ে হয়েছে ১০০ কোটি রুপি। ফলে আসন্ন আইপিএল নিলাম আরো আকর্ষনীয় হয়ে উঠছে।

ইতিমধ্যে আইপিএলের দলগুলো তাদের রিলিজ হওয়া খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে। সাকিব আল হাসান আর লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি মুস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। তাই, আগামী নিলাম থেকেই দল পেতে হবে টাইগার্সদের।

তবে শঙ্কা রয়েছে আগামী আইপিএলে বাংলাদেশের কাউকেই না দেখা যেতে পারে। বাংলাদেশীদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারনে কোন খেলোয়াড়ের প্রতি আগ্রহ নাও দেখাতে পারে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো। ফলে আগামী আইপিএলে বাংলাদেশীরা আগ্রহ হারাতে পারে। 

তবে বাদ পড়ার তালিকায় শুধু বাংলাদেশীরাই নয়, প্রত্যেকটি দলই অনেক বড় বড় নামকে ছাঁটাই করেছে। জশ হ্যাজেলউড আর ওয়ানিন্দু হাসরাঙ্গার মত খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্স জোফরা আর্চারের মত খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তাছাড়া ঝাই রিচার্ডসন আর ক্রিস জর্ডানদেরও রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে ২০১৩ সাল থেকে অধিনায়ত্ব করা বিরাট কোহলী এবারের আসরে অধিনায়ক থাকছেন না। যদিও অধিনায়ক না থাকার বিষয়ে গত বছর তিনি নিজেই বিষয়টি জানিয়েছিলেন। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব আসতে পারে ফাফ ডু-প্লেসিসের ঘাঁড়ে। 

অপরদিকে গুজরাট টাইটান্স দাসুন শানাকা, ওডেন স্মিথ আর আলজারি জোসেফদের ছেড়ে দিয়েছে। লাখনো সুপার জায়ান্টও রাখেনি ড্যানিয়েল সামস আর ম্যানন ভোহরাদের। তাছাড়া দলটি করুন নায়ারকেও রিলিজ দিয়েছে।

সানরাইজ হায়দারাবাদ হ্যারি ব্রুকস, আদিল রশিদদের ধরে রাখার বিষয়ে আগ্রহ দেখায়নি। অথচ হ্যারি ব্রুককে গত আসরে ১৩ কোটি ২৫ লাখ ইন্ডিয়ান রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজ হায়দারাবাদ। রিলিজ হলেও এবারের নিলামেও ভাল দামে দল পেতে পারেন এই ইংলিশ মারকুটে ব্যাটার।

কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান আর লিটন দাসের পাশাপাশি  টিম সাউদি, লুকি ফার্গসন আর ডেভিড ওয়াইজদের ছেড়ে দিয়েছে। তবে আশ্চর্যজনক ভাকে গত আইপিলে কোন পারফর্ম না করেও দলে থেকে যাচ্ছেন সুনীল নারাইন আর অ্যান্দ্রে রাসেল।

দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজের পাশাপাশি ছেড়ে দিয়েছে রাইলি রুশো আর রভমেন পাওয়েলদেরও। অপরদিকে বেন স্টোকস খেলা আগ্রহ প্রকাশ না করায় চেন্নাই সুপার কিংস তার নাম রাখেনি। পাশাপাশি কাইল জ্যামিসনের মত বোলারকেও ছেড়ে দিয়েছে দলটি।

চেন্নাই কিংসের হয়ে এবারও অধিনায়কত্ব করবেন এমএস ধোনি। এবারের আইপিএলে ধোনি খেলবেন কিনা তা নিয়ে শংসয় থাকলেও আজকের পর আর সেই সংশয় থাকছে না। ৪২ বছর বয়সী ধোনীর অধীনে গতবারও চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। ফলে দলটি এবারও ধোনিকে রেখে দিতে চেয়েছে।

অপরদিকে রাজস্থান রয়্যালস তাদের খেলোয়াড় তালিকায় রাখেনি জই রুট, জ্যাসন হোল্ডারদের মত তারকাকে। তবে জই রুট নিজেই দলে না থাকার বিষয়ে আগে ভাগেই জানিয়ে দিয়েছিলেন।  পাঞ্জাব কিংস লংকান সুপারস্টার ভানুকা রাজাপাকসেকে ছেড়ে দিয়েছে।

প্রায় প্রতিবছরই আইপিএল খেলোয়াড়দের ছেড়ে দেয়া থেকে শুরু করে অবিক্রিত রেখে চমক তৈরি করে। পাশাপাশি, কিছু খেলোয়াড়দের চড়া মুল্যে দিয়ে কিনেও বিষ্ময় তৈরি করে আইপিএল। তাই নিলামে থাকা প্রায় সব খেলোয়াড়ই নিলামের দিনে নিজেদের ভাগ্য যাচাই করে। 

তবে দলে কিছু খেলোয়াড়কে ছেড়ে দেয়ায় প্রত্যেকটি দল তাদের  নিজেদেরকে সাজিয়ে নিতে ১৯ ডিসেম্বরের নিলামে নামবে। ব্যাটে বলে ভারসম্যপূর্ন দল গঠনে সব দলই তাদের পছন্দের খেলায়াড়দের প্রতি আগ্রহ দেখানোর সুযোগ পাবেন। ফলে খেলোয়াড়রা খুবই দামি হয়ে উঠবেন আইপিএল নিলামে। 

পাশাপাশি দলগুলো তাদের অধিনায়ক ও কোচ  বাঁছাই করে ফেলেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে এমএস ধোনির অধিনায়কত্বের পাশাপাশি দলটির  কোচিং প্যানেলের হেডের দায়িত্ব পড়েছে স্টিফেন ফ্লেমিং এর উপর।

দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক থাকছেন ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারদের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন ওয়ার্নারেরই স্বদেশী রিকি পন্টিং। অপরদিকে গুজরাট টাইনান্সের অধিনায়কত্ব ধরে রাখছেন হার্দিক পান্ডিয়া তার দলের হেড কোচ স্বদেশী আশিষ নেহরা।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন নীতিশ রানা কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান্ত পন্ডিত। অপরদিকে, কেএল রাহুল নেতৃত্ব দিবেন লাখনো সুপার জায়ান্টের। রাহুলদের কোচ থাকবেন এন্ডি ফ্লাওয়ার।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে যথারীতি অধিনায়কত্ব করবেন রহিত শর্মা। কোচ হিসেবে রহিতের পাশে থাকবেন মার্ক ভাউচার। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে আস্থা রাখছে পাঞ্জাব কিংস যাদের হেডি কোচ ট্রেভর বেইলিস।

রাজস্থান রয়্যালস সানজু স্যামসাংয়ের উপর অধিনায়কত্বের দায়িত্ব বহাল রাখছেন। শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা দলটির কোচিংয়ের দায়িত্বে থাকবেন। অপরদিকে সানরাইজ হায়দারাবাদ অধিনায়কত্বের ভার দিচ্ছে এইডেন মারকারামের ‍উপর। উইন্ডিজ লিজেন্ড ব্রায়ান লারা দলটিকে কোচিং করাবেন।

গত বছরের তুলনায় এবারের নিলামের বাজেটে প্রত্যেকটি দল ৫ কোটি বেশি রাখত পারছেন। ফলে প্রত্যেকটি দলের জন্য বরাদ্দ ১০০ কোটি রুপি নিজেদের পছন্দের খেলোয়াড়দের পিছনে ঢালবেন দলগুলো। ফলে অতীতের যেকোন সময়ের চেয়ে রেকর্ড দামে বিক্রির সুযোগ থাকছে নিলামে উঠা খেলোয়াড়দের।

গত বছর বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। যার নেতৃত্বে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। তবে গাঙ্গুলীকে সরিয়ে রজার বিনিকে বিসিসিআইয়ের প্রধান করে দায়িত্ব দেয়া হয়েছে। যিনি  আইপিএলের সুষ্ঠূ আয়োজনে ‍উল্লেখযোগ্য ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। 

মূলত আইপিএলই ইন্ডিয়ান ক্রিকেটার বের করার মূল পাইপ লাইন। আইপিএলের কল্যানেই প্রতিবছর বেশ কিছু ভারতীয় খেলোয়াড় তাদের নজরে আসে। যারা পরে ভারতের হয়ে জাতীয় দলে গুরুত্বপূর্ন অবদান রাখে। এবারের আইপিএল থেকেও বেশ কিছু খেলোয়াড় ভারতীয় টিম সিলেক্টরের রাডারে আসবে বলে মনে করা হচ্ছে।

এই আইপিএল থেকেই মূলত রিশাভ পান্থ,ইশান কিশান, কেএল রাহুলদের মত খেলোয়াড়রা উঠে এসেছে। তবে আইপিএল শুধু ভারতীয় নয় বিদেশী খেলোয়াড়দের ভ্যালু বাড়ানোর জন্য বড় একটি প্লাটফর্ম। পাশাপাশি অনেক তরুন উদীয়মান খেলোয়াড় নজড়ে আসে এই আসর দিয়ে।

2 thoughts on “বিশ্বকাপ শেষে আইপিএলের হাকডাক ‍শুরু

মন্তব্য করুন