আইপিলের ১৮ তম আসরকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চইজি লীগ এই আইপিএল। যা ঘিরে আগ্রহ থাকে বিশ্বজুড়ে। খেলোয়াড় থেকে শুরু করে কোচ এবং মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই আসরটি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়।

এবারের আইপিএলকে ঘিরে ১৫৭৪ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন। তার মধ্যে চুড়ান্ত নিলামের জন্য ৫৭৪ জনকে রেখে ১০০০ জনকে বাদ দিয়েছে আইপিএল কতৃপক্ষ। আইপিএলের নিলামের জন্য চুড়ান্ত তালিকায় নাম এসেছে সাকিব, মোস্তাফিজ সহ ১২ জনের। তালিকায় ভারতের রয়েছে ৩৬৬ জন ক্রিকেটোর।
নিলামে থাকা ৫৭৪ জনের মধ্যে ২০৪ জন চুড়ান্ত হবেন। আর ৩৭০ জন বাদ যাবেন। ২০৪ জনের মধ্যে ৭০ জন বিদেশী খেলোয়াড় দল পাবেন আর বাকি ১৩৪ জন ভারতীয়। লীগের ১০ টি দলের চাহিদার ভিত্তিতে ৫৭৪ জনকে নিলামে রেখেছে আইপিএল কতৃপক্ষ। যাদেরকে ঘিরে কোন দল আগ্রহ দেখায়নি তাদেরকেই চুড়ান্ত নিলামের তালিকায় রাখা হয়নি।
বাংলাদেশের মোস্তাফিজ এবং সাকিব ছাড়া বাকি ১০ জনের কেউ এর আগে আইপএলে খেলেননি। নিলামে থাকা বাংলাদেশীদের মধ্যে ৬ জন পেসার শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান আর হাসান মাহমুদের নাম রয়েছে। তাছাড়া অলরাউন্ডার হিসেবে নাম রয়েছে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের। জেনুইন স্পিনার হিসেবে নাম রয়েছে রিশাদ হোসেনের আর শুধুমাত্র ব্যাটার হিসেবে নাম রয়েছে তাওহীদ হৃদয়ের।
তবে বাংলাদেশের ১২ জন খেলোয়াড় তালিকায় থাকলেও দল পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান দীর্ঘদীন আইপিএল খেললেও বর্তমান ফর্ম আর অবস্থা বিবেচনায় দল নাও পেতে পারেন। আর বাকি ১০ জনের শেষ পর্যন্ত নিলামের টেবিলে নাম উঠবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এ্রর আগেও আইপিএলের চুড়ান্ত নিলামে নাম থাকা সত্বেও অনেকের নাম নিলামের টেবিলেই উঠেনি।
তাছাড়াও বাংলাদেশী খেলোয়াড়দের প্রতি বরাবরই আইপিএলের দলগুলির অনীহা রয়েছে। এই অনীহার পিছনে অবশ্য বাংলাদেশী খেলোড়াদের দায় রয়েছে। সুযোগ পাওয়া খেলোয়াড়দের পারফর্ম করতে না পারার খেসারত ধরা হয় এটিকে। সাকিব আর মোস্তাফিজ ছাড়া সুযোগ পাওয়া মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, লিটন কুমার দাস সবাই ব্যর্থ হয়েছেন। তবে সব কিছুর পরেও নতুন আসরকে ঘিরে চলমান উত্তেজনা থাকবে আসরের শেষ অব্দি। তার আগে মেগা আসরের মেগা নিলাম দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।