আইপিএল ইতিহাসে তৃতীয়বারের মত শিরাপার দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দারাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এই গৌরব অর্জন করে কলকাতা। ফাইনাল ম্যাচে বড় প্রতিদ্বন্দ্বিতা হবে ধরা হলেও তার ছিটে ফোঁটাও ছিল না এই ম্যাচটিতে। সানরাইজার্স হায়দারাবাদের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ফাইনাল ম্যাচের উত্তপ্ততা হারায়।

আগে ব্যাট করে ১৮ ওভার ৩ বলে মাত্র ১১৩ রানেই গুঁটিয়ে যায় সানরাইজার্স হায়দারাবাদ। তরুন উদীয়মান ইন্ডিয়ান ক্রিকেটার অভিষেক শর্মা মাত্র ২ রান করে মিশেল স্টার্কের এক দুর্দান্ত ডেলিভারিতে ক্লিন বোল্ড আউট হয়ে ফিরে যান।আইপিএলের এবারের আসর কাঁপানো আরেক অপেনার ট্রাভিস হেড কোন রান না করেই ভৌবভ আরোরার বলে উইকেটকিপার গুরবাজের হাতে ক্যাচ দিয়ে দলকে সম্ভাব্য বিপদের দিকে ঠেঁলে দিয়ে যান।
অপরদিকে, রাহুল ত্রিপাতি ৯ রান করে দলীয় ২১ রানের মাথায় স্টার্কের বলে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বিপদ সামলানোর চেষ্টায় থাকা এইডেন মারকারাম ২৩ বলে ২০ রান করে রাসেলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। নীতিশ রেড্ডিও ১০ বলে ১৩ আর হেনরি ক্লাসেন ১৭ বলে ১৬ রান করে আউট হওয়ার পর হায়দারবাদের ইনিংস বড় হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।
তবে, ইনিংসের শেষের দিকে অধিনায়ক প্যাট কামিন্স ১৯ বলে ২৪ রান করে দলকে ১০০ রান অতিক্রম করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে ১১৪ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় কাব্য মারানের হায়দারাবাদ। মিশেল স্টার্ক ১৪ রান দিয়ে ২ টি আর অ্যান্দ্রে রাসেল ১৯ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন।
অন্যদিকে, মাত্র ১১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা কলকাতা শুরুতেেই সুনীল নারাইনকে হারায়। নারাইন প্যাট কামিন্সের বলে মাত্র ৬ রান করেই আউট হয়ে যান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩২ বলে ৩৯ রান করে আউট হলেও ম্যাচ বিবেচনায় যথেষ্ট ছিল। ভেঙ্কাটেশ আয়ার মাত্র ২৬ বলে ৫২ আর অধিনায়ক শ্রেয়াস আয়ার ৩ বলে ৬ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। ফলে, মাত্র ১০ ওভার ৩ বলেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৪ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স।
এদিকে, ২০০৮ সাল থেকে চলতে থাকা আইপিএলে ১৭ বারের মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাইটরা। টুর্নামেন্ট শুরুর সময়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কেউ স্বপ্ন না দেখলেও শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হল। অন্যদিকে, সানরাইজার্স হায়দারাবাদ এবারের আসরের শুরুতে চ্যাম্পিয়নের মত খেললেও টুর্নামেন্টের শেষের দিকে এসে ডমিনেট করতে পারছিলনা। শেষ পর্যন্ত ফাইনাল খেলতে সমর্থ হলেও প্রথমবারের মত শিরোপা ছোঁয়ার সুযোগ হাতছাড়া করল দলটি।
David sOLVyaFJarCwqzCdA 5 20 2022 donde comprar priligy mexico