গ্লোবাল সুপার লীগের ফাইনালে রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লীগের ফাইনালে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পিএসএলের দল লাহোর কালান্দারসকে ডার্ক লুইস মেথডে ২৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে রংপুর রাইডার্স। বৃষ্টির কারনে আর ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার লাহোর কালান্দার্স সামনে ৯ ওভারে ১১১ রানের লক্ষ্য দাঁড়ায়। ৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান তুলতে সক্ষম হয় লাহোর। ফলে ২৩ রানের জয় নিয়ে ফাইনালে কোয়ালিফাই করে রংপুর রাইডার্স।

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসের শুরুতে রংপুরের হয়ে স্টিফেন টেইলর ২৭ বলে ৩২ রানের ধীর গতির ইনিংস খেলেন। তবে সৌম্য সরকার ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে মীরজা বাইগের বলে বোল্ড হয়ে ফিরে যান। তবে সাইফ হাসান ১৪ বলে ২৭ রানের এক কার্যকরী ইনিংস খেলে বৃষ্টির আগে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান।

বৃষ্টির কারনে রংপুর রাইডার্স আর ব্যাটের সুযোগ না পেলেও সাইফ হাসান আর সৌম্য সরকারের ইনিংস ‍দুটি জয়ের ভিত গড়ে দেয়। ডার্ক লুইসে ১১১ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে বিপদে পড়ে লাহোর কালান্দার্স। মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের শুরুতে পথ হারায় পাকিস্তানের দলটি। এডাম রাশিংটন মাত্র ১ রান করেই মেহেদী হাসানের রান আউটের শিকার হন।

আরেক ওপেনার লুক ওয়েল কোন রান না করেই মেহেদী হাসানের বলে স্টাম্পিংয়ের শিকার হন। শুরুর বিপদের পড়েও মিডল অর্ডারে ঘুরে দাঁড়াতে চেয়েও শেষ রক্ষা হয়নি কালান্দার্সের। মীরজা তাহির ২০ বলে ৩১, টম আবিল ১২ বলে ২৫ আর ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রান করেন। তবে শেষ পর্যন্ত ৮৭ রানে থামতে হয় দলটিকে। মেহেদী হাসান ২ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন।

আগামীকাল অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লীগের প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হয়েছে রংপুর রাইডার্সের সামনে। যা করতে পারলে বিপিএলের মান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনিতে বিপিএলে বর্তমান সময়ে বড় বড় ক্রিকেটাররা খেলতে আগ্রহ প্রকাশ করেনা। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারলে বিপিএলের প্রতি বিদেশী খেলোয়াড়দের ভাল আগ্রহ তৈরি হতে পারে। তাই পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কালকের ম্যাচটিতে তীব্র নজর রাখবে।

মন্তব্য করুন