অবিশ্বাস্য সানরাইজার্সের বড় জয়

লাখনো সুপার জায়ান্টসের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। ১০ উইকেটের জয়ের চেয়েও বড় ব্যাপার হচ্ছে। ১৬৬ রানের টার্গেট মাত্র ৯ ওভার ৩ বলেই পেরিয়ে গেছে সানরাইজার্সরা। এতে অবদান ভারতীয় তরুন উদীয়মান ব্যাটার অভিষেক শর্মার ২৮ বলে ৭৫ আর অস্ট্রেলিয়ান ট্রাভিস হেডের ম্যাচ সেরা ৩০ বলে ৮৯ রানের ইনিংস। 

sunrise-hydrabad

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে লাখনো সুপার জায়ান্ট। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া অধিনায়ক কেএল রাহুল ওপেন করতে নেমে ২৯ রান করতে খেলে ফেলেন ৩৩ টি বল। কুইন্টন ডি কক ২ আর মার্ক স্টয়নিস ৩ রান করে আউট হওয়ায়, ধরে খেলার প্রবনতায় স্কোরিং শর্ট বাড়াতে পারেননি রাহুল। নিকোলাস পুরান ২৬ বলে ৪৮ আর আয়ুস বেদুনি ৩০ বলে ৫৫ রান করলেও শুরুর রান বিপর্যয় সামাল দেয়া যায়নি। শেষ পর্যন্ত লাখনোর ইনিংস ১৬৫ রানেই শেষ হয়ে যায়। 

অন্যদিকে, মারকাটারি ব্যাটিংয়ে পরিচিতি পাওয়া সানরাইজার্স হায়দারাবাদের কাছে এ রান অনেকটা তুচ্ছ বিবেচনা করা হচ্ছিল। এমনিতেই এবারের আইপিলে ২০০ প্লাস রানও যেখানে সেভ হচ্ছিল না। সেখানে এই মামুলি টার্গেট নিমেষেই সংগ্রহ করে সানরাইজার্সরা। টুর্নামেন্টের শুরু থেকে উড়তে থাকা সানরাইজার্স ১০ ওভারর মধ্যে ১৬৫ রান চেজ করে জিতে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড করেছে।

তবে, রেকর্ড জয় পেয়েও  ১২ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দারাবাদ। এখনো টুর্নামন্টের বিশ কিছু ম্যাচ বাকি থাকায় শেষ চার নিয়ে সংশয় রয়েছে সানরাইজার্সের। তবে, অভিষেক শার্মা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা উড়তে থাকলে বাকি দলগুলোকে শেষ পর্যন্ত চেয়ে চেয়ে দেখতে হবে। তবে, সেই পথ পাড়ি দিলে হলে এখনো সানরাইজার্সকে যেতে হবে বহুদুর।

2 thoughts on “অবিশ্বাস্য সানরাইজার্সের বড় জয়

মন্তব্য করুন