
সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ড-১৭৯/১০ (৪৬.৩), সাইব্রান্ড-৫৮ (৮৬), ম্যাক্স ওডওয়ার্ড-৪২ (৪০),
মোহাম্মদ নবী-৯.৩-২৮-৩, নুর আহমেদ-৯-৩১-২
আফগানিস্তান-১৮১/৩ (৩১.৩), হাসমতউল্লাহ শাহিদী-৫৬ (৬৪), রহমতশাহ-৫২ (৫৪)
নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপে চতুর্থ জয় পেল আফগানিস্তান। আগে ব্যাট করে ৪৬ ওভার ৩ বলে ১৭৯ রানে গুঁটিয়ে যায় নেদারল্যান্ড। ৩ রানের মাথায় বারসিকে হারিয়ে বসলে দ্বিতীয় উইকেট পার্টনারশীপে ৭০ রান যোগ করেন ম্যাক্স ওডওয়ার্ড এবং আকারম্যান।
আজকের ম্যাচে নেদারল্যান্ড ইনিংসে একটি বিষ্ময়কর ঘটোনা ঘটে। ২ নম্বর থেকে শুরু করে ৫ নম্বর ব্যাটসম্যান সবাই রান আউট হয়েছেন। ভাল খেলতে থাকা ম্যাক্স ওডওয়ার্ড রান আউট হয়েছেন ৪০ বলে ৪২ রান করে। আকারম্যান রান আউট হয়ে ফিরেছেন ৩৫ বলে ২৯ রান করে। ৪ নম্বরে নামা সাইব্রান্ড ৮৬ বলে ৫৮ আর ৫ নম্বরে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ড কোন রান না করেই রান আউট হয়েছেন।
৭৩ রান পর্যন্ত ১ উইকেটে থাকা নেদারল্যান্ড রান আউটের ফাঁদে পড়ে ৯৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। এর পর নিচের সারির ব্যাটাররা দাঁড়াতে না পারায় ১৭৯ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। রান আউটের ফাঁদে না পড়লে নেদারল্যান্ডের ইনিংস আরও বড় হতে পারত যেটা হয়নি।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৯ ওভার ৩ বলে ২৮ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি নুর আহমেদ ৯ ওভারে ৩১ রানে ২ টি উইকেট আর মুজিবুর রহমান ১০ ওভারে ৪০ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন। রশিদ খান ১০ ওভারে ৩১ দিলেও কোন উইকেট পাননি।
১৮০ রানের ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ১১ বলে ১০ রান করে আউট হন। আর এক ওপেনার ইব্রাহিম জাদরান ৩৪ বলে ২০ রান করে ফেরেন। আর তিনে নামা রহমত শাহ ৫৪ বলে ৫২ রান করে আউট হন। এরপর অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদীর ৬৪ বলে ৫৬ আর আজমতউল্লাহ ওমরজাইর অপরাজিত ২৮ বলে ৩১ রানে ৩১ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে জয় নিশ্চিত করে আফগানরা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে চলে আসল আফগানিস্তান। পয়েন্ট তালিকায় থাকা তিন নম্বরেে এখন অস্ট্রেলিয়া আর চারে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সামনে থাকা ম্যাচ গুলোতে ভাল কিছু করতে ব্যর্থ হলে সেখানে আফগানিস্তান ঢুকে গিয়ে সবাইকে বিস্মিত করতে পারে। পাশাপাশি আগামী ২০২৫ সালে হতে চলা চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের খেলার যোগ্যতা নিশ্চিত করল আফগানিস্তান।