ওয়ার্নারের বিদায়ী টেস্টে হোয়াইটওয়াশ পাকিস্তান

warner-01

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ পাকিস্তান। ওয়ার্নারের বিদায়ী টেস্টে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জিতে ওয়ার্নারকে ভালভাবেই বিদায় দিতে সক্ষম হল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ঘরের মাঠ সিডনী ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল। যেখান থেকে অবসর নিতে পেরে ডেভিড ওয়ার্নার নিজেকে ভাগ্যবান মনে করছেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: পাকিস্তান-৩১৩ ও ১১৫,
অস্ট্রেলিয়া- ২৯৯ ও ১৩০/২,
ফলাফল-অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী,
ম্যান অফ দি ম্যাচ-আমির জামাল,
ম্যান অফ দি সিরিজ-প্যাট কামিন্স

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছিল। পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ সফিক আর সায়েম আইয়ুব কোন রান করার আগেই প্রথম ইনিংস আউট হয়েছিলেন। পরবর্তীতে, মোহাম্মদ রেজওয়ানের ৮৮ আর আমির জামালের ৮২ রানের সুবাদে ৩১৩ রানে পৌঁছতে পারে পাকিস্তান। এই দুজনের বাহিরেও আগা সালমান ৫৩,  শন মাসুদ ৩৫ আর বাবর আজম ২৬ রান করেছিলেন। 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৮ ওভার বোলিং করে ৬১ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছিলেন প্যাট কামিন্স। পাশাপাশি, মিশেল স্টার্ক ২ টি, হ্যাজলউড ১ টি, নাথান লায়ন ১ টি আর মিশেল মার্শ ১ টি উইকেট নিয়েছেন। মূলত, প্যাট কামিন্সের বিধ্বস্তী বোলিং ইনিংসের কারনেই প্রথম ইনিংস লম্বা হয়নি পাকিস্তানের। 

অপরদিকে, অস্ট্রেলিয়াও তাদের প্রথম ইনিংস বেশিদুর এগোতে পারেনি। মাত্র ২৯৯ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার তাঁর বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হন। তাছাড়া, মারনাস লাবুশানে ৬০ আর মিশেল মার্শ ৫৪ রান করেন। ওসমান খাজার ৪৭, স্টিফেন স্মিথ আর অ্যালেক্স ক্যারির দুটি ৩৮ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৯৯ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া। টপ অর্ডার আর মিডল অর্ডারের সবাই রান পেলেও বড় পার্টনারশীপ করতে ব্যর্থ হওয়ায় লীড নিতে পারেনি অস্ট্রেলিয়া।

এদিকে. ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের ভরাডুবি হয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ থেক সম্পূর্নভাবে ছিটকে পড়ে পাকিস্তান। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও মোহাম্মদ সফিক কোন রান না করেই মিশেল স্টার্কের বলে বোল্ড আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সায়েম আইয়ুব ৩৩ আর মোহাম্মদ রেজওয়ান ২৮ রান করেন। ফলে, অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১৩০ রানের লক্ষ্যে দাঁড় করাতে সক্ষম হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ৯ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ৪ টি ‍উইকেট দখল করেন। তাছাড়া, নাথান লায়ন ৩৬ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন। মিশেল স্টার্ক, ট্রাভিস হেড আর প্যাট কামিন্স ১ টি করে উইকেট নিয়েছেন। মূলত, দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টালমাটাল হয়ে খেঁই হারিয়ে ফেলেছিল পাকিস্তান।

মাত্র ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি অস্ট্রেলিয়াকে। ওপেনার ওসমান খাঁজা শুন্যে হাতে ফিরলেও ডেভিড ওয়ার্নার বিদায়ী ইনিংসে ৫৭ টি গুরুত্বপূর্ন রান করে আউট হন। মারনাস লাবুশানে ৬২ আর স্টিফেন স্মিথ ৪ রানে অপরাজিত থাকায় অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে। ফলে, শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুটি উইকেটর দুটিই দখল করেন সাজিদ খান।

এই টেস্টে হারের মাধ্যমে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ পাকিস্তান। এই টুরে সান মাসুদকে অধিনায়ক করে ভাল কিছুর স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে, পাকিস্তানর সেই স্বপ্ন পূর্ন হলোনা। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে গুরুত্বপূর্ন সিরিজ জয়ে সুসময় অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া্। অন্যদিকে, বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজে ব্যর্থতায় পাকিস্তান নিজেদের খারাপ সময় অব্যাহত রেখেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়া  এই সিরিজ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে ১ নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়া আর পাকিস্তান রয়েছে টেবিলের ৬ নম্বরে। 

মন্তব্য করুন