আফগানিস্তানের সাথে অকল্পনীয় জয়ে সেমিতে অস্ট্রেলিয়া

maxwell-cricket

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরীতে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল অজিরা। ম্যাক্সওয়েলের ইনিংসটিকে ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস মনে করছেন অনেকেই। 

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান২৯১/৫ (৫০), ইব্রাহিম জাদরান-১২৯ (১৪৩), হাজলউড-৯-৩৯-২
অস্ট্রেলিয়া-২৯৩/৭ (৪৬.৫), ম্যাক্সওয়েল-২০১ (১২৮),
রশিদ খান-১০-৪৪-২

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৯১ রানের বড় সংগ্রহ তোলে আফগানরা। দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে গুরবাজ আউট হয়ে যান। তবে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ১৪৩ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শুধু তাই নয় ওপেনার হিসেবে নেমে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন তিনি। 

একপাশ আগলে রেখে ব্যাটিং করা ইব্রাহিম জাদরানের সঙ্গীরা কেউই বড় রান পাননি। তবে সবাই ছোট ছোট ইনিংস খেলে দলকে ভাল পজিশনে নিয়ে যেতে সহায়তা করেছেন। ইব্রাহিম জাদরানকে সঙ্গ দেয়া রহমত শাহ ৪৪ বলে ৩০ আর অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী ৪৩ বলে ২৬ রান করে আউট হয়েছেন।

 .

পাশাপাশি অবদান রেখেছেন আজমতউল্লাহ ১৮ বলে ২২  আর মোহাম্মদ নবী ১০ বলে ১২ রান করেও। তবে শেষের দিকে সবচেয়ে বেশি ভয়ানক ইনিংস খেলেছেন রশিদ খান। রশিদ খান ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। তার ভয়াবহ ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে আফগানরা তুলেছে ৭৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। একটি করে উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক, ম্যাক্সওয়েল আর এডাম জাম্পা। 

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। যেখান থেকে অনেকেই অস্ট্রেলিয়ার পরাজয় দেখে ফেলেছেন। ইনজুরি আক্রান্ত ম্যাক্সওয়েল পরে এক পায়ের উপর ভর করে পেশীর জোরেই দুর্দান্ত সব পাওয়ার হিটিং উপহার দিয়েছেন। ফল শেষ পর্যন্ত ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্স। ৬৮ বল মোকাবেলা করে ১২ রানে অপরাজিত থেকে ম্যাক্সওয়েলকে দিয়ে জয় নিশ্চিত করতে সাহায্য করেন তিনি।

One thought on “আফগানিস্তানের সাথে অকল্পনীয় জয়ে সেমিতে অস্ট্রেলিয়া

মন্তব্য করুন