চোকার্স দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাালে অস্ট্রেলিয়া

sa-aus-cricket-52
দক্ষিণ আফ্রিার বিপক্ষে ৩ উইকেটের জয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া। এই হারে সেমিফাইনাল থেকেই বিশ্বকাপ শেষ করল চোকার্স দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার নামের পাশে চোকার্স ট্যাগটা আগে থেকেই ছিল। সেই ট্যাগটা মুছে ফেলা তো দুরের কথা উল্টো সেই ট্যাগে অ্যাপ্রুভ সিলটা ভালভাবে বসিয়ে দিল আফ্রিকা। অপরদিকে আজকের জয়ের ফলে ভারতের বিশ্বকাপ ফাইনাল সঙ্গী হল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা- ২১২/১০ (৪৯.৪), ডেভিড মিলার ১০১ (১১৬), ক্লাসেন-৪৮ (৪৮),
মিশেল স্টার্ক-১০-৩৪-৩, প্যাট কামিন্স-৯.৪-৫১-৩, জস হ্যাজেলউড-৮-১২-২,
অস্ট্রেলিয়া-২১৫/৭ (৪৭.২), ট্রাভিস হেড-৬২ (৪৮), স্টিফেন স্মিথ-৩০ (৬২), ডেভিড ওয়ার্নার-২৯ (১৮),
তাবরাইজ সামসি-১০-৪৭-২, জেরাল্ড কোয়েৎজি-৯-৪৭-২

সেমিফাইনালের মত গুরুত্বপূর্ন ম্যাচে আগে ব্যাট করে ৪৯ ওভার ৪ বলে মাত্র ২১২ রানেই থেমে যায় আফ্রিকার ইনিংস। শীর্ষ চার ব্যাটারের সবাই ফ্লপ করায় দক্ষিণ আফ্রিকার ইনিংস আগোতে পারেনি। ফর্মে থাকা কুইন্টন ডি কক ৩ রান করেই ফিরে যান। তার ওপেনিং সঙ্গী টেম্বা বাভুমা ফেরেন কোন রান না করেই।

তবে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি ভুগেছে দুই গুরুত্বপূর্ন ব্যাটার ভ্যান ডার ডুসেন ৬ আর এইডেন মারকারাম ১০ রান করে ফিরলে। ২৪ রানের মাথায় ৪ উইকেট হারানোয় মূলত ম্যাচ থেকে বের হয়ে যায় আফ্রিকা। মিডল অর্ডারে ডেভিড মিলার আর হেনরিক ক্লাসেন মিলে চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। ডেভিড মিলার ১১৬ বলে ১০১ আর ক্লাসেন ৪৮ বলে ৪৭ রান করে আউট হয়েছেন।

অজিদের হয়ে মিশেল স্টার্ক ১০ ওভারে ৩৪ আর প্যাট কামিন্স ৯ ওভার ৪ বলে ৫১ রান দিয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি জশ হ্যাজেলউড ৮ ওভারে ১২ আর ট্রাভিস হেড ৫ ওভারে ২১ রান দিয়ে ২ টি করে উইকেট নিয়েছেন।

২১৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশীপে ৬০ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত তা পর্যাপ্ত হয়নি। ট্রাভিস হেডের ৪৮ বলে ৬২ আর ডেভিড ওয়ার্নারের ১৮ বলে ২৯ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এগিয়ে দেয় অনেক দুর পর্যন্ত। পরে স্টিফেন স্মিথের ৩০ আর জশ ইংলিশের ২৮ রানের ইনিংস দুটি অস্ট্রেলিয়াকে জয় পেতে সাহায্য করে।

আফ্রিকার হয়ে তাবরাইজ সামসি ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ টি আর জেরাল্ড কোয়েৎজি ১০ ওভারে ৪৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। এর বাহিরে কাগিসো রাবাদা, এইডেন মারকারাম আর কিশাভ মহারাজ ১ টি করে উইকেট নিয়েছেন।

এই জয়ের ফলে আগামী ১৯ নভেম্বর ফাইনালে ভারতের সঙ্গী হল অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ৫ বার আর ভারত ২ বার। বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ঘরের মাঠে ভারতকেই ফেভারিট মানছেন অনেকে। তবে প্রফেশনাল অস্ট্রেলিয়া দল ফাইনালের মত ম্যাচ হাতছাড়া করার পাত্র নয়। ফলে এক জমজমাট ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।


মন্তব্য করুন