
দক্ষিন আফ্রিকার কাছে আজকের ম্যাচে ১৩৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। আগে ব্যাট করে কুইন্টন ডি ককের ১০৯ এবং মার্কারামের ৫৬ রানের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে দক্ষিন আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল ১০ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ টি উইকেট। স্টার্কও ২ টি উইকেট নিলেও ৯ ওভারে দিয়েছেন ৫৩ রান।
জবাবে ১৭৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ানদের ইনিংস। মারনাস লাবুশানে করেছেন ৪৬ রান। বাকি সবাই ব্যর্থ হওয়ায় ৪০ ওভার ৫ বল খেলেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। রাবাদা ৮ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। জনসেন, মহারাজ এবং সামসি নিয়েছেন ২ টি করে উইকেট।
দুই ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে সেমিফাইনালকে কঠিন করে ফেলল অস্ট্রেলিয়া। যদিও এখনো সেমিফাইনালের হিসাব-নিকাশের সময় হয়নি তারপরও বলতে হয় অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে গেল। প্রথম রাউন্ড শেষে জয় ব্যবধানের পাশাপাশি গুরুত্বপূর্ন হয়ে উঠতে পারে রানরেট। অস্ট্রেলিয়ার -১.৮৪৬ রান রেট এবং ২ হার দিয়ে পয়েন্ট টেবিলে শুধু আফগানদের উপরে আছে।
হারের পাশপাশি ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অস্ট্রেলিয়ানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভারতের সাথে ম্যাচে বিরাট কোহলির মত গুরুত্বপূর্ন ব্যাটারের ক্যাচ মিস করে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। তবে আজকের অবস্থা আরও ভয়াবহ। অস্ট্রেলিয়ানরা ক্যাচই ফেলেছেন ৬ টি। যার মধ্যে বাভুমার ৩৫ রানের ইনিংসে অস্ট্রেলিয়ানরা ক্যাচ ছেড়েছে ৩ বার।
আজকের ম্যাচে ক্যাচ মিসের যেন এক মহড়া দেখল ক্রিকেট বিশ্ব। গত ম্যাচের সেঞ্চুরিয়ান মার্কারাম ও ১ রানে জীবন পেয়ে পরে ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ প্রফেশনাল টিম ধরা হয় অস্ট্রেলিয়াকে তাদের কাছ থেকে এমন পারফরম্যান্সে হতবাক হয়েছে সবাই। সব বিভাগে তাদের পারফর্ম্যান্স বিশ্বকাপ সেমিফাইনালিষ্টদের তালিকা থেকে তাদেরকে দুরে রাখছে।
টুর্নামেন্ট শুরুর আগে সেমিফাইনালিষ্টদের তালিকায় অনেকেই দক্ষিণ আফ্রিকাকের রাখেননি। সেই দক্ষিন আফ্রিকাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। পাশাপাশি এবারের বিশ্বকাপে সম্ভাব্য বিশ্বকাপ জয়ীদের তালিকায়ও তাদের নাম এনেছে দক্ষিন আফ্রিকা। বলে ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দক্ষিন আফ্রিকার সামনে রয়েছে চোকার অপবাদ ঘোচানোর সুযোগ।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?