সেরা দল বিশ্বকাপ জেতেনি বললেন কাইফ

aus-ind-cricket-43

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন এবার বিশ্বকাপে সেরা দল বিশ্বকাপ জেতেনি। তার মতে এবারের বিশ্বকাপে কাগজে কলমে ভারতই সেরা দল ভারত। কাইফ কোনভাবেই মেনে নিতে পারছেন না যে সেরা দলটি এবারের বিশ্বকাপ জিতেছে। তবে কাইফ যাই মনে করুক বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়ার ডেরায়।

মোহাম্মদ কাইফ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ফাইনালে হারার সময়ও ভারত টিমের টিম মেম্বার ছিল। স্টার স্পোর্টসে বিশ্বকাপ পরবর্তী আলোচনায় অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতার কৃতিত্ব দিতে চাননি তিনি। ভারতকেই তিনি এবারের বিশ্বকাপের সেরা মানছেন।

তবে, মোহাম্মদ কাইফের এই মন্তব্যকে ঘিরে চারদিকে নানা আলোচনা সমোলোচনা হচ্ছে। ডেভিড ওয়ার্নার কাইফের মন্তব্য নিয়ে নিজের মতামত দিয়েছেন। ওয়ার্নার মনে করেন, কাগজে কলমে যাই থাকুক না কেন দিন শেষে আপনাকে পারফর্ম করতে হবে। বিশেষ দিনে ভাল খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার বলে মনে করেন তিনি। এজন্যই এটাকে ফাইনাল বলা হয় বলে মন্তব্য করেন ওয়ার্নার।

এবারের বিশ্বকাপে অবশ্য পরিস্কার ফেভারিট ছিল ভারতই। প্রথম পর্বের খেলা সহ ফাইনালের আগে ১০ ম্যাচের সব কয়টি জিতেছিল ভারত। পূরো টুর্নামেন্টে ভারতের একটিই হার, দু:খজনক ভাবে সেটি বিশ্বকাপ ফাইনালে। ভারতীয় সমর্থকদের বিশ্বকাপ জয় নিয়ে বড় স্বপ্ন থাকলেও তা হয়ে ‍উঠেনি।

ভারতীয় লিজেন্ড ক্রিকেটার বিরাট কোহলী আর রোহিত শর্মার এটিই শেষ ওয়ানডে বিশ্বকাপ ধরা হচ্ছে। শেষটি ভালভাবে রাঙ্গাতে দুজনই দলের হয়ে সেরাটা দিয়েছিলেন। শুধুমাত্র একটি খারাপ দিনের কারনে বিশ্বকাপটি হাতছাড়া হল ভারতের।

ভারতকে সমর্থন দিতে সর্ব স্তরের জনপ্রিয় মানুষজন মাঠে উপস্থিত হয়েছিলেন। যার মধ্যে নরেন্দ্র মোদিও ছিলেন। অপ্রতাশিত পরাজয়ের পর অবশ্য ভারতীয় ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের সান্ত্বনা দিয়েছেন মোদি। তবে, বিশ্বকাপ জয়ের এত কাছে এসেও হেরে যাওয়ার দু:খ হয়তো কোন সান্ত্বনা দিয়ে চাপা দেয়া যাবে না।

অপরদিকে, ৬ষ্ঠ বারের মত বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দুনিয়া জুড়ে প্রশংসা পাচ্ছেন।প্যাট কামিন্সের অধিনায়কত্ব থেকে শুরু করে অস্ট্রেলীয়দের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। বিশেষ করে খারাপ শুরুর পরও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া অস্ট্রেলিয়া শেষ দিকে এসে অদম্য হয়ে দাঁড়িয়েছিল। তবে বিশ্বকাপ নিয়ে অনেক তর্ক বিতর্ক হলেও মোস্ট প্রফেশনাল অস্ট্রেলিয়াকে যেকোন দিনে যে কাউকে হারাতে পারে তা হয়েতো ভুলেই গিয়েছেন মোহাম্মদ কাইফ।

মন্তব্য করুন