বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টিতেই পন্ড হল। ম্যাচ শুরুর আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথাই বলা ছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। খেলাও শুরু হয়েছিল সঠিক সময়ে। খেলা শুরুর কিছুক্ষন পর, বৃষ্টি শুরু হয়। পরবর্তীতে যখন খেলা শুরু হয় তখন ওভার কমিয়ে ৪২ ওভার করে খেলার সিদ্ধান্ত আসে। সে অনুযায়ী খেলা আবার শুরু হয়। পরে নিউজিল্যান্ড ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করলে আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আর না থামায়, ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হল।

বাংলাদেশ তাদের বোলিং ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে। মুস্তাফিজের দুর্দান্ত দুটি ডেলিভারিতে ফিন অ্যালেন এবং চ্যাট বোজ আউট হয়। ১৬ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান উইল ইয়ং এবং হেনরি নিকোলাস। দুজনের ৯৭ রানের জুটির পর হেনরি নিকোলাস ৪৪ রান করে মোস্তাফিজের বলে আউট হলে ১১৩ রানে ৩ ‍উইকেট হারায় নিউজিল্যান্ড। নিকোলাস আউট হওয়ার পর আবারো পথ হারায় নিউজিল্যান্ড। নিকোলাসের পর উইল ইয়ং ৫৮ রান করে আউটের পর, রাচীন রবীন্দ্র কোন রান না করেই আউট হলে ১২৩ রানে ৫ ‍উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৩৬ রানে ৫ ‍উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা পন্ড হয়। মোস্তাফিজ ২৭ রান দিয়ে ৩ টি এবং নাসুম ২১ রান দিয়ে ২ টি উইকেট নেন।

দল ঘোষণার আগে বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষার ম্যাচ ছিল এটি। যেখানে মোস্তাফিজ এবং নাসুম সফল। তবে, নিজেদের যাচাইয়ের সুযোগই পেল না দলে ফেরা তামিম ইকবাল, মাহমুদুল্লাহরা। শুধু, তামিম এবং রিয়াদই নয়, যোগ্যতা যাচাইয়ের ম্যাচ ছিল সৌম্য সরকার, তানজিদ তামিম, শেখ মেহেদীরও। যাদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নির্ভর করছে এই সিরিজের উপরই।

আগামী ২৬ তারিখ বিশ্বকাপের জন্য দল ঘোষনা করতে চলেছে বাংলাদেশ। দল ঘোষণার আগে, কিছু পজিশনের জন্য যোগ্য খেলায়াড় খুঁজছে বাংলাদেশ। যার জন্য এই সিরিজটিকে বেছে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে, প্রথম ম্যাচ বৃষ্টিতে পন্ড হওয়ায়, যোগ্যতা যাচাইয়ের সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য বিষয়টা কষ্টের। তবে, আগামী ২৪ এবং ২৬ তারিখে হতে চলা বাকি দুই ম্যাচে সুযোগ থাকছে মাহমুদুল্লাহদের নিজেদের প্রমানের।

4 thoughts on “বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ

মন্তব্য করুন