বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং করছে ভারত। প্রথম টেস্টে ২৮০ রানের বড় জয়ের পর সিরিজ জয় নিশ্চিতের মিশনে নেমেছে ভারত। প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে অসহায় আত্মসমর্পন করেছে এতে সিরিজ জয় খুব কঠিন হওয়ার কথা নয় ভারতের জন্য। ভারতের মাটিতে বাংলাদেশ খুব একটা বেশি খেলার সুযোগ সচরাচর পায় না। তবে, যে কয়েক বার ডাক পেয়েছে তাতে ভারতকে কোন চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশ।

ind-vs-ban-2nd-test-cricket
ছবি: সংগৃহীত

আজকের ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৩ রান। ২৯ রানের মাথায় ২ ওপেনারকে হারানোর পর মমিনুল ১৬ আর নাজমুল হাসান শান্ত ২৮ রানে ব্যাট করছেন। অন্যদিকে, ওপেনার সাদমান ইসলাম ২৪ রান করলেও আরেক ওপেনার জাকির হাসান কোন রান না করেই আউট হয়ে যান। ২৯ রানে ২ উইকেট হারানোর পর দলকে ভালো অবস্থানে নিতে ব্যাটিং করছেন শান্ত-মুমিনুল।

তবে, টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় পূরো শক্তির ভারতীয় দল মাঠে থাকছে। দূবার টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেও শিরোপা ধরতে পারেনি তাঁরা। তাই, রোহিত শর্মা আর বিরাট কোহলীর ক্যারিয়ারের শেষ লগ্নে টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর ভারতীয় দল। ১০ ম্যাচ খেলে ৭ টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। আর ১২ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট তালিকার ২ নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। অন্যদিকে, ৭ ম্যাচ খেলে ৩ টি জয় নিয়ে বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে।

তাছাড়া, এই টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে ক্যারিয়ার শেষ করার সূপ্ত বাসনা রয়েছে বিরাট-রোহিতের। অন্যদিকে, নিরাপত্তা ইস্যূতে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে সাকিব আল হাসান না খেললে চলমান টেস্ট ম্যাচটি হতে পারে সাকিব আল হাসানের শেষ টেস্ট। ইতিমধ্যে, সাকিব আল হাসান টি-টোয়েন্টি আর টেস্ট ক্যারিয়ারের অবসর সংক্রান্ত বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। 

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে, বিগত কিছুদিন ধরে দেশে ফিরতে আগ্রহ থাকলেও , নিরাপত্তা ইস্যুর কারনে দেশে আসতে পারছেন না সাকিব। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে নিরাপত্তা ইস্যূতে কথা বলেছেন সাকিব আল হাসান। বিসিবির কাছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা পেলে তবেই দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধানের কথা জানিয়েছেন সাকিব। তবে, বিসিবি থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসানকে কোন আশ্বাসের কথা জানানো যায়নি। 

30 thoughts on “বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

  1. Ивенты в парках наполнят вам захватывающие энергетический заряд. Презентации предоставляют расширить кругозор. Артистические выступления всегда вдохновляют. Организуйте для грандиозных ивентов в позитивной атмосфере!
    Заказать билеты в театр на ближайшие постановки

মন্তব্য করুন