স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করে জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল। এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল যাওয়ার রাস্তা কিছুটা সহজ করল ইংল্যান্ড।

শুরুতে ব্রান্ডন কিং ১৩ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার জনসন চার্লস ৩৪ বল খেলে ৩৮ রান করেন। ফলে, ভাল শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ দল। নিকোলাস পুরান ৩২ বলে ৩৬ রান করায় রানের গতি কিছুটা কমে গিয়েছিল। তবে, অধিনায়ক রভমেন পাওয়েল মাত্র ১৭ বলে ৩৬ রান করে দলকে অনেকটা এগেয়ে নেন। অ্যান্দ্র রাসেল ৫ নম্বরে নেমে অবশ্য কিছুই করতে পারেননি। মাত্র ১ রান করে আউট হয়ে ফিরে যান। শেষের দিকে ফেরফানি রাদারফোর্ডের ১৫ বলে ২৮ রানে ১৮০ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ১ টি উইকেট দখল করেন। আদিল রশিদ ছাড়া বাকি বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। জোফরা আর্চার ১ টি উইকেট নিলেও ৩৪ রান দিয়েছেন। লিয়াম লিভিংস্টোন শেষ ওভারে বোলিং করতে এসে একটি উইকেট নিলেও ২০ টি রান খরচ করেছেন।
অন্যদিকে, ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক জস বাটলার ২২ বল খেলে ২৫ রান করে আউট হলেও ফিলিপ সল্ট ৪৭ বলে ৮৭ রান করে অপরাজিত থেকেছেন। মঈন আলী ১০ বল খেলে ১৩ রান করলেও জনি বেয়ারস্টো অপরাজিত থেকেছেন ২৬ বলে ৪৮ রানে। ফিলিপ সল্ট আর মঈন আলী মিলেই ইংল্যান্ডের জয়টাকে সহজ করেছেন।
অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ছাড়া সবাই রান খরচায় ব্যয়বহুল ছিলেন। চেজ ৩ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন রোমারিও স্টেফার্ড, মাত্র ২ ওভার বোলিং করে ৪১ রান দিয়েছেন তিনি। আর আলজারি জোসেভ ২ ওভার ৩ বলেই ৩২ রান দিয়ে ইংল্যান্ডর জয়কে সহজ করেছেন। এই পরাজয়ে সেমিফাইনালের দৌঁড়ে কিছুটা পিছেয়ে পড়ল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
of course like your website but you have to check the spelling on several of your posts A number of them are rife with spelling issues and I in finding it very troublesome to inform the reality on the other hand I will certainly come back again
startup talky I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.
Sportsurge I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.