পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

দেশের বাহিরের পাশাপাশি নিজেদের মাটিতেও চরমভাবে ব্যর্থ হচ্ছে পাকিস্তান ক্রিকট দল। কিছুদিন আগে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান। ইংল্যান্ড দলের কাছে প্রথম টেস্টেও ইনিংস ও ৪৭ রানে হারতে হল পাকিস্তানকে। অথচ চতুর্থ দিন পর্যন্ত ড্রর পথে ছিল টেস্টটি।

ছবি: সংগৃহীত

শুরুটা ভালই করেছিল পাকিস্তান

নিজেদর প্রথম ইনিংসে ৫৫৬ রান করে টেস্টের নিয়ন্ত্রন নিজেদের কাছে নিয়েছিল পাকিস্তান। আশাদ শফিক, শন মাসুদ আর আগা সালমানের সেঞ্চুরি ছিল প্রথম ইনিংসে। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিস ৩ টি আর গ্যাস অ্যাটকিনসন  ২ টি  উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসের পর অধিনায়ক শন মাসুদকে নিয়ে প্রশংসার জোয়ার ভাসছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সমোলোচনায় বিলীন হয়ে যায় পরাজয়ের মাধ্যমে।

 কঠিন জবাব দিয়েছে ইংল্যান্ড

বড় রানের জবাবে ইংল্যান্ড দল শুরু থেকেই রান তোলায় তাড়াহুড়ো করছিল। অধিনায়ক অলি পপ কোন রান না করে ফিরলেও আরেক ওপেনার জ্যাক ক্রাউলি ৭৮ রান করেন। এর পর জো রুটের ডাবল আর হ্যারি ব্রুকের ত্রিপল সেঞুুরি ইংল্যান্ডকে বহুদুরে নিয়ে যায়। জো রুটের ২৬২ আর হ্যারি ব্রুকের ৩১৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানের রানের পাহাড়ে চড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড দল। 

পাকিস্তানের পূরো বোলিং ডিপার্টমেন্টই ব্যর্থ

পাকিস্তানের হয়ে বল করা ৭ বোলারের ৬ জনই প্রথম ইনিংসে রান দেয়ার সেঞ্চুরি করেছেন। আর উইকেট সংগ্রহের ভান্ডারে নাসিম শাহ ২ টি আর সায়েম আইয়ুব ২ টি উইকেট দখল করেন। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ঝলক থাকলেও শাহীন শাহ আফ্রিদি আস্তে আস্তে নিজের জৌলুস হারিয়েছেন। এখন পাকিস্তানের ক্রিকেটে অনেকটা বোঝা হয়ে উঠছেন তিনি।

২য় ইনিংসের ব্যর্থতায় হার পাকিস্তানের

২য় ইনিংসে ২৬৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে হতাশ করেছে পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আগা সালমান ৭৩ আর আমির জামাল ৫৫ রান করলেও হার থামানো যায়নি। প্রথম ইনিংসে ৩০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫ রানে আউট হয়ে ফিরেন বাবর আজম। বাবর আজমের ক্রিকেট ক্যারিয়ারের খারাপ সময়ে যেন কোন ভাবেই কাটছে না। শেষ পর্যন্ত মাত্র ২২০ রানে গুটিয়ে গিয়ে ইনিংস এবং ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। 

6 thoughts on “পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

  1. Цветы для дома могут не только придавать свежесть, но и улучшать настроение. Суккуленты отлично подходят для ландшафтного дизайна. Выбирая растения, учитывайте их требования к свету. Создавайте условия для быстрого роста.
    Плодовые растения декоративные
    Вьющиеся растения эстетичные.

মন্তব্য করুন