আফগানদের ইংল্যান্ড বধ

eng-cricket-102

এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটালো আফগানিস্তান। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনটি করল তারা। গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবারের বিশ্বকাপেও অন্যতম ফেভারিট। আফগানদের বিপক্ষে এই পরাজয় সেমিফাইনালের পথে বাধা হতে পারে ইংলিশদের। সম্ভাব্য সেমিফাইনালিস্ট সব দলই আফগানিস্তানের বিপক্ষে জয় ধরে সেমিফাইনালের হিসেব করে রেখেছিল। সেই জায়গায় এমন পরাজয় বাটলারদের বিশ্বকাপ মনোবলে কিছুটা হলেও চির ধরাবে।

আগে ব্যাট করে ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২৮৪ রান করেছিল আফগানিস্তান। গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে ওপেনিং পার্টনারশিপের ১১৪ রান করে বড় সংগ্রহের আভাস দিয়েছিল। গুরবাজের ৫৭ বলে ৮০ রানের ইনিংসের পর মাঝে কিছুটা পথ হারিয়েছিল আফগানরা।

একটা সময় ১৯০ রানে ৬ উইকেট হারানে আফগানরা ম্যাচে ফেরে ইকরামের ৬৬ বলে করা ৫৮ রানের ইনিংসের উপর ভর করে। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ১০ ওভার বোলিং কর ৪২ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। মার্ক উডের পকেটে ২ টি উইকেট থাকলেও ৯ ওভারে দিয়েছেন ৫০ রান।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানে বেয়ারস্টো এবং ৩৩ রানে রুট ফিরে ইংল্যান্ডকে ব্যাকফুটে দিয়ে যান। এরপর ছোট ছোট পার্টনারশীপ হলেও নিয়মিত বিরতিতে ‍উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৬১ বলে ৬৬ রান করা হ্যারি ব্রুক ছাড়া বাকিরা সবাই ব্যর্থ হওয়ায় ৪০ ওভার ৩ বলে ২১৫ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ফলে ৬৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ইংল্যান্ড মূলত পথ হারিয়েছে স্পিন দুর্বলতায়। আফগান স্পিনার মুজিব, রশিদ এবং নবী মিলে নিয়েছেন ৮ টি উইকেট। রশিদ ৯ ওভার ৩ বলে ৩৭ রান দিয়ে ৩টি, মুজিব ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ টি এবং নবী ৬ ওভার বোলিং করে ১৬ রান খরচায় ২ টি উইকেট নেন।

এই পরাজয়ের মাধ্যমে ৩ ম্যাচে ২ হারে ইংল্যান্ড এখন ৫ নম্বরে অবস্থান করছে। গ্রুপ পর্বের আরে ৬ টি ম্যাচ বাকি থাকলেও এই পরাজয়ের মাধ্যমে ইংল্যান্ড সেমিফাইনালের পথ কিছুটা কঠিন করে ফেলল। তবে ফাইনালিষ্ট ইংল্যান্ড টিম এটা যাতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। যা এর আগেও তারা করিয়ে দেখিয়েছে। দরকার শুধু নতুন করে করে দেখানোর।

মন্তব্য করুন