ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

eng-vs-nz-122

দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্যে সহজে পার হয় তারা। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জই রুট ৮৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। বাকিরা সবাই ভাল শুরু করলেও কেউ অর্ধ শতকের দেখা পায়নি। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪৩ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট।

জবাবে ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। ডেভিড কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর সামনে ইংলিশ বোলারদের বেশ অসহায় লাগছিল। উইল ইয়ং শুন্য রানে আউট হলে ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে ডেভিড কনওয়ে এবং রাচিন রবীন্দ্র এর জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। ডেভিড কনওয়ে ১৫১ এবং রাচিন রবীন্দ্র ১২৩ রানে অপরাজিত ছিলেন।

শুরু থেকেই ভারতের কন্ডিশনে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা দেখছিলেন ক্রিকেট বোদ্ধারা। ৩০০ রানের নিচে যেকোন স্কোরকে রিস্কি স্কোর ধরা হচ্ছিল। অবশেষে তাই হল, ২৮৩ রানের লক্ষ্যেকে মামুলি বানিয়ে ফেললেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ২৮৩ রান চেজ করতে খেলেছেন মাত্র ৩৬ ওভার ২ বল।

ইংল্যান্ড নিজেদের বিপদ ডেকে এনেছিল উড়ন্ত ‍সূচনা করতে গিয়ে। শর্ট সিলেকশন ঠিক না থাকায় ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। ইংল্যান্ডের ১১ ব্যাটসম্যানের সবাই ২ অঙ্কের রানের দেখা পেয়েছে। জই রুটের ৭৭ ছাড়া কেউ ইনিংস লম্বা করতে পারেনি। ফলে ২৮২ রানের মাঝারি সংগ্রহে থামতে হয় তাদের।

নিউজিল্যান্ডের এই জয় দিয়ে গত বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিল। গত বিশ্বকাপে এই দুটি দলই ফাইনালিষ্ট ছিল। ৫০ ওভার এবং সুপার ওভার দুটোই টাই হওয়ায় বাউন্ডারি বিবেচনায় বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে কোন সুযোগই দিল না নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বড় জয়ের একটি এটি।

ইংল্যান্ড এই ম্যাচ হেরে গেলেও তাদের সামনে আরও ৮ টি ম্যাচ থাকছে সেমিফাইনালে জায়গা করে নেয়ার জন্য। ইনজুরির কারনে গত বিশ্বকাপের নায়ক বেন স্টোকস আজকে মাঠে ছিলেন না। তবে আগামী ম্যাচ থেকেই দলে যোগ হওয়ার সম্ভাবনা আছে তার। যা হলে ইংল্যান্ড দলের জন্য বড় পাওয়া হবে।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড-২৮২/৯ (৫০)

জোই রুট-৭৭ (৮৬), ম্যাট হেনরী-১০-৪৮-৩, গ্রেন ফিলিপ-৩-১৭-২

নিউজিল্যান্ড-২৮৩/১ (৩৬.২)

ডেভিড কনওয়ে-১৫১ (১২১), রাচিন রবীন্দ্র-১২৩ (৯৬)

সাম কারান-৬-৪৭-১

 

2 thoughts on “ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

মন্তব্য করুন