চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়নের লক্ষ্য ভারতের

চ্যাম্পিয়ন ট্রফি-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ভারত দুবাইতে অবস্থান করছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ না থাকলেও ভারতকে ফেভারিটদের তালিকা থেকে বাদ দেয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলকেই ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে  মেজাজে রয়েছে ভারতীয় দল।

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ শামীর ৫ উইকেট আর শুভমন গিলের সেঞ্চুরীর সুবাদে সহজ জয় পেয়েছিল ভারত। নিজেদের ২য় ম্যাচে বিরাট কোহলীর অনবদ্য শতকে জয় নিশ্চিত করে শেষ চারে জায়গা করে নেয় ভারত। পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাতিলের খাতা হাতে ধরিয়ে দেয়। তবে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল ধরা হয় বাংলাদেশ আর পাকিস্তানকে। তাই শেষ চার নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি ভারতকে।

আগামী মাসের ২ তারিখ শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। যে ম্যাচকে ভারতের গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচ ধরা হচ্ছে। ব্যাটিং বোলিং মিলিয়ে ভারসম্যপূর্ন এক দল বানিয়েছে ভারত। বিরাট কোহলী, রোহিত শর্মা, শ্রেয়াস,শুভমন গিল, কেএল রাহুলদের নিয়ে এক বৈশ্বিক ব্যাটিং লাইন আপ গঠন করেছে ভারত। পাশাপাশি মোহাম্মদ শামীর মত অভিজ্ঞ বোলার আর কুলদীপ যাদবের মত কোয়ালিটি সম্পন্ন বোলার রয়েছে দলটিতে। তাছাড়া হার্দিক পান্ডিয়ার মত ম্যাচের মোমেন্টাম ঘুরিয় দেয়ার মত অলরাউন্ডার রয়েছে দলটিতে।

শুধুমাত্র চ্যাম্পিয়ন ট্রফির দল নয়, দলে সুযোগ না পাওয়া অনেক ক্রিকেটার আছেন যাদের মধ্যে জাসওয়াভী জাসওয়াল, সানজু সামস্যাং এর মত খেলোয়াড়ও রয়েছেন। ভারত পাকিস্তানের দ্বৈরথের কারনে ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে। ভারত ছাড়া চ্যাম্পিয়ন ট্রফির বাকি দলগুলো আয়োজক পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হলেও ভারত রাজি না হওয়ায় আইসিসির মাধ্যমে একক ভাবে একটি দেশে থেকে খেলার সুযোগ পাচ্ছে দলটি। ভারতের সাথে খেলতে দলগুলোকে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে গিয়ে খেলে আবার পাকিস্তানে ফিরে খেলতে হচ্ছে। 

মূলত আইসিসির আয়ের বেশিরভাগ ভারতের কারনে আসে ধরে নেয়া হয়। এমনকি আইসিসির আয়ের সিংহ ভাগই যায় ভারতের দখলে। আইসিসির মূল কতৃত্ব মূলত ভারতের দখলে। তিন মোড়ল নীতি সহ ক্রিকেটকে নিজেদের হাতে নিতে অনেক নিয়মের তৈরি হয়েছে ভারতের হাত ধরে। যার সর্বশেষ সংস্করন সব দল আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে থাকলেও ভারতের সাথে খেলতে পাড়ি দিতে হচ্ছে আরব আমিরাতে।

মন্তব্য করুন