রোহিত শর্মা আর বিরাট কোহলী দীর্ঘ দিন ধরে নিজেদের পারফর্মেন্স দিয়ে ভারতকে টেনে নিয়ে চলছে। তবে চলমান টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে সমোলোচিত হচ্ছেন বিরাট আর রোহিত। ২ টেস্টে মিলে ৪ ইনিংসের ৪ টি করে ইনিংসে ব্যর্থ হয়েছেন এই দুজন। ২ আর ৩ নম্বরের মত গুরুত্বপূর্ন ব্যাটিং পজিশনের এই ব্যর্থতায় মূলত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ভারত।

সিরিজ জুড়ে ব্যর্থ রোহিত কোহলী
হেরে যাওয়া ২ ম্যাচে রোহিতের রান ২,৫২,০,৮ আর বিরাট কোহলীর ০,৭০,১,১৭ রান। এর মধ্যে ১ম টেস্টের ১ম ইনিংসে ৪৬ রানের দলীয় লজ্জায় রয়েছে।রোহিত আর বিরাট কোহলী দলের ব্যাটিং লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। বিপক্ষ দলগুলোর মূল লক্ষ্যই থাকে এই দুজনকে দ্রুত ফেরানো। যে কাজটা সম্পন্ন করতে খুব একটা বেগ পেতে হয়নি কিউই বোলারদের।
পূরো সিরিজে কোন প্রতিদ্বন্দিতাই গড়তে পারেনি ভারত
তবে ভারত দুই ম্যাচে যেভাবে হেরেছে তার সব দায়ভার অনেকটা সম্পূর্ন দলের হলেও গুরুত্বপূর্ন ব্যাটিং পজিশনে বিরাট আর রোহিত রান পেলে হিতের বিপরীতও ঘটতে পারত। ভারত যেভাবে জিততে অভ্যস্ত সেটা না হওয়ায় কিছুটা আক্রমনের শিকার হতে হচ্ছে ভারতীয় দলকে। তার চেয়ে বড় কথা দুই ম্যাচেই কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ভারত।
দায়িত্ব কাঁধে তুলে নিতে ব্যর্থ কোহলী রোহিত
ভারতে পাইপ লাইনে এত সংখ্যক পারফরমার দলে ঢুকতে উন্মুখ হয়ে আছে যেখানে ব্যর্থতার খুব একটা সুযোগ নেই। তাছাড়া ভারতের ব্যাটিং লাইন আপে রান না পেয়ে দলে থাকার মত কোন অবস্থাই নেই। কিন্তু বিষয়টা যখন বিরাট আর রোহিতের। তখন হিসেবটা খুব একটা সহজ নয়। এই দুজন ছাড়া অন্য কোন ব্যাটার ব্যর্থ হলে তার বিকল্প ভাবা ভারতের কাছে কঠিন কোন কাজ নয়। তবে চাইলেও রোহিত কোহলীর বিষয়ে প্রশ্ন তুলতে পারার দু:সাহস দেখানোর লোক খুব একটা পাওয়া যাবে না।
বাস্তবতার কাছাকাছি রয়েছে বিরাট আর রোহিত
তার মধ্যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে এই দুজনের রয়েছে অনবদ্য অবদান। তবে তারপরও যত বড় নামই আসুক না কেন ভারতীয় দলে পারফর্ম করেই থাকতে হবে। শেষ টেস্টে রোহিত কোহলী ব্যর্থ হলে তাদের বিষয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করবে না অনেকে। তাই অনেকটা অদৃশ্য চাপে থাবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এই দুজন অবশ্য চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলে শিরোপা নিয়ে অবসরের কথা ভাবছে। যে ভাবনাটা অন্যায় নয়। এই একটি শিরোপাই এখন পর্যন্ত হাতে উঠেনি শুধুমাত্র বিরাট আর রোহিতের শুধু নয় পুরো ভারতেরও।
great articlemonperatoto Terpercaya
süpürge boru temizliği Sorunsuz bir servis tecrübesi yaşadım. https://doomelang.com/read-blog/38050