দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে গুটিয়ে দিল টিম ইন্ডিয়া

virat-khohli-03

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  ইনিংস ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। ইনিংস ব্যবধানে হারার পর নানা দিক থেকে সমোলোচনার মুখে পড়েছিল ভারত। ক্রিকেটে নিজেদের বড় দল দাবি করলেও দীর্ঘদীন ধরে বড় কোন ট্রফি হাতে উঠছে না ভারতের। বাহিরের কন্ডিশনে গিয়েও অমন ভরাডুবিতে সমোলোচনার মাত্রা দীর্ঘ হয়েছে। তবে ২য় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অলআউট করে ম্যাচ জয়ের ভাল সুযোগ তৈরি করেছে ভারত।

আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা মোহাম্মদ সিরাজের বোলিং তোপে টিকতে পারেনি। এইডেন মারকারাম ২ আর অধিনায়ক এলগার ৪ রান করেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে ফেরেন। টপ অর্ডারের আরেক ব্যাটার টনি ডি জর্জিও ২ রান করে সিরাজের শিকার হয়েছেন। চারে নেমে টাইটান স্টাব ৩ রান করে বুমরাহর বলে আউট হয়ে বিপদ ঘনীভূত করেন।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের মাত্র দুই জন দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। যার মধ্যে ১২ রান এসেছে বেরিংহামের ব্যাট থেকে আর ১৫ রান এসেছে উইকেট কিপার ব্যাটার ভ্যারাইনের ব্যাট থেকে। বাকি ব্যাটাররাও তেমন কিছু করতে না পারায় ২৩ ওভার ২ বলে মাত্র ৫৫ রানের লজ্জায় ডুবতে হয় দক্ষিণ আফ্রিকাকে। 

এদিকে, ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছেন। তাছাড়া, জাসপ্রিত বুমরাহ আর মুকেশ কুমার ২ টি করে উইকেট নিয়ে ষোলকলা পূর্ন করেছেন।  মূলত, ভারতীয় বোলিং লাইন আপের সামনে কোন প্রতিরোধের ধরন খুঁজে না পাওয়ায় দক্ষিণ  আফ্রিকাকে এমন লজ্জায় পড়তে হয়। 

তবে, দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করেও স্বস্তিতে নেই ভারত। ভারতও মাত্র ৩৪ ওভার ৫ বলে মাত্র ১৫৩ রানেই গুঁটিয়ে গেছে। জাসওয়াভি জাসওয়াল কোন রান না করেই কাসিগো রাবাদার বলে আউট হয়ে যান। অধিনায়ক রহিত শর্মা ৩৯ রান করেই ফিরে যান। তাছাড়াও, শুভমন গিল ৩৬ আর বিরাট কোহলী ৪৬ রান করে আউট হলে বিপদে পড়ে ভারত। 

ভারতের ইনিংসে ৭ জন ব্যাটার  কোন রান না করেই আউট হন। তারমধ্যে শেষ ৭ ব্যাটারের জনই কোন রান না করে ফেরেন। ফলে, একটা সময় ১৫৩ রানে ৪ উইকেট হারানো ভারত অলআউট হয়েছে ১৫৩ রানেই। ভাল সুযোগ তৈরি করা ভারত অমন হতাশা জনক ব্যাটিং প্রদর্শনীর পর সহজ জয়কে এখন কঠিন করে  ফেলেছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাসিগো রাবাদা, লুঙ্গি এনগিডি আর নন্দ্রে বার্গার ৩ টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহরা যেভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভুগিয়েছেন। আফ্রিকার বোলাররাও ঠিক তেমনি ডুবিয়েছেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে। 

এদিকে, ৯৮ রানে পিঁছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২ রানে তিন উইকেট হারিয়ে বসেছে। । অধিনায়ক ডিন এলগার ১২ আর জর্জি ১ রান করে মুকেশ কুমারের বলে ফিরে গেছেন। তাছাড়া, স্টাব ১ রান করে ১ রান করে জাসপ্রিত বুমরাহর বলে আউট হয়ে গেছেন। ফলে, উত্তেজনাকর একটি ম্যাচের অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। বোলারদের আধিপত্য দেখানোর ম্যাচে এখন পর্যন্ত যেকোন দলই জিততে পারে।

One thought on “দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে গুটিয়ে দিল টিম ইন্ডিয়া

মন্তব্য করুন