দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপদে ভারত

cricket-08

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে বিপদে ভারত। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৫৯ ওভার পর্যন্ত খেলা হয়। ভারত আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করতে পেরেছে। মূলত, কেএল রাহুল ছাড়া সবাই বড় স্কোর করতে ব্যর্থ হওয়ায় ভারতের এই বিপর্যয়। বিশ্বকাপ জিততে ব্যর্থ হওয়ার পর ভারত এই ম্যাচ দিয়ে মুল দল নিয়ে মাঠে নেমেছে। এই সফরে দুটি টেস্ট খেলবে দুদল। টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় দুই দল এই সিরিজকে অত্যান্ত গুরুত্ব দিয়ে দেখছে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: ভারত-২০৮/৮ (৫৯), কেএল রাহুল-৭০ (১০৫), বিরাট কোহলী-৩৮ (৬৪),
কাগিসো রাবাদ-১৭-৪৪-৫, নন্দ্রে বার্গার-১৫-৫০-২

ভারতের হয়ে ওপেন করতে নামা জাসওয়াভি  জাসওয়াল আর রোহিত শর্মা ভাল শুরু এনে দিতে ব্যর্থ হয়। জাসওয়াল ৩৭ বলে ১৭ রান করে নন্দ্রে বার্গারের বলে আউট হন। অধিনায়ক রোহিত শর্মাও কাসিগো রাবাদার বলে মাত্র ৫ রান করে ফিরে যান।  জাসওয়ালকে ওপেনিংয়ে জায়গা করে দিয়ে তিনে নামা শুভমন গিলও ফ্লপ হয়েছেন এই ইনিংসে। মাত্র ২ রান করে নন্দ্রে বার্গারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শুভমন গিল।

ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়েছিল ভারত। ভারত বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় বিরাট কোহলী আর শ্রেয়াস আয়ারের ৬৮ রানের পার্টনারশীপে। দুই জনই শেষ পর্যন্ত কাগিসো রাবাদার শিকার হয় প্যাভিলিয়নের পথ ধরেন। আউট হওয়ার আগে বিরাট কোহলী ৩৮ আর শ্রেয়াস আয়ার ৩১ রান করেছেন। 

অপরদিকে, বিরাট কোহলী আর শ্রেয়াসা আয়ারের গড়ে দেয়া প্লাটফর্ম মোটামুটি কাজে লাগিয়েছেন কেএল রাহুল। টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যর্থতার দিনে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন কেএল রাহুল। ১০৫ বল খেলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। কেএল রাহুল মাঠে থাকায় দ্বিতীয় দিনে এখনো ভাল কিছুর প্রত্যাশায় রয়েছে ভারত। রাহুল লোয়ার অর্ডারের বাকিদের নিয়ে বড় ইনিংস গড়বেন এই ভাবনায় বুঁদ হয়ে রয়েছেন ভারতীয়রা। 

অন্যদিকে, কেএল রাহুলকে সঙ্গ দেয়ার সুযোগ থাকলেও কাজে লাগাতে পাারেননি রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৮ রান করে তিনিও কাসিগো রাবাদার শিকার হয়েছেন। তাছাড়া, শার্দূল  ঠাকুর অনেকটা চেষ্টা করলেও চালিয়ে যেতে পারেননি। ঠাকুর ৩৩ বলে ২৪ রান করে রাবাদার বলে এলগারকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। তাছাড়া, জাসপ্রিত বুমরাহ ১৯ বল খেলে ১ রান করে ম্যারকো জনসনের বলে বোল্ড হয়ে ফিরে যান। 

অন্যদিকে, দ্বিতীয় দিনে মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণাকে নিয়ে কেএল রাহুল কতদুর এগোতে পারে সেটাই দেখার বিষয়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বরাবরই উপমহাদেশীয় দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ফলস্বরুপ, ভারতকেও অন্তত প্রথম ইনিংসের এই পর্যন্ত ভুগতে হল। বিরাট কোহলীরা অভিজ্ঞতাকে পুঁজি করে ভাল কিছু করার প্রচ্ষ্টা করলেও তা কাজে দেয়নি। 

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭ ওভারে ৪৪ রান দিয়ে ৫ টি ‍উইকেট দখল করেছেন কাসিগো রাবাদা। মূলত, কাসিগো রাবাদার বোলিংয়ের সামনেই ধুঁকতে হয়েছে ভারতকে। রাবাদা ছাড়াও নদ্রে বার্গার ৫০ রান দিয়ে ২ টি আর মারকো জনসন ১ টি উইকেট নিয়েছেন। গতি, সুইং আর বাউন্সের সমন্বয়ে কঠিন পরীক্ষায় ভারতকে দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যার ভাল কোন জবাব কেএল রাহুল ছাড়া কেউই দিতে পারেনি। 

মূলত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরুর পর ২ টি চ্যাম্পিয়নশীপ ফাইনাল হয়েছে। দুইবারই ভারত ফাইনালে খেললেও, শিরোপা জয় করতে পারেনি তারা। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর দ্বিতীয় ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া হয় ভারতের। শিরোপার এত কাছে গিয়ে বার বার ব্যর্থতায় অনেকটা ভেঙ্গে পড়েছে ভারত। যার সর্বশষ সংযোজন ঘরের মাটিতে ফাইনাল খেলেও পরাজয় বরন। 

তবে, আর তিক্ততার স্বাক্ষী হতে চাইছে না ভারত।বর্তমানে চলতে থাকা টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল হবে ২০২৫ সালে। তার আগে ফাইনালে নিজেকে কোয়ালিফাই করার মিশনে রয়েছে ভারত। মাত্র ২ ম্যাচ খেললেও পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ভারতের অবস্থান। ২ ম্যাচ খেলে ১ জয়ের পাশাপাশি ১ পরাজয় আছে ভারতের ভান্ডারে। 

ভারতের দু:খ ২০১১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়া কাপ ছাড়া  আর কোন শিরোপা উঠেনি ভারতের হাতে। বিশ্ব ক্রিকেটে জায়ান্ট দল হয়েও, দীর্ঘ সময় মুকুটহীন থাকা সহজ ভাবে নিচ্ছে না ভারত্। বিসিসিআই উঠে পড়ে লেগেছে, শিরোপা জয়ের জন্য। এমনকি, ঘুরিয়ে ফিরিয়ে অনেক তরুনদর সুযোগ দিয়েছে ভারত। যার ফলাফলও পেতে শুরু করেছে তারা। শুভমন গিল, শ্রেয়াস আয়াররা এখন ভারতের ভরসার জায়গা। 

তবে, টেস্ট চ্যাম্পিয়নশীপের আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই শিরোপা ঘরে তুলতে চাইছে ভারত। বিসিসিআই প্রধান রজার বিনি, জয় শাহ সহ ভারতীয় ক্রিকেট বোদ্ধারা সেরা দল গঠনে সব ধরনের উদ্যোগ নেয়ার চেষ্টাই করছেন। বিরাট-রহিতদর নিয়ে প্রশ্ন উঠলেও, শেষ পর্যন্ত তাদেরকে নিয়েই শিরোপার স্বাদ পেতে চাইছে ভারত। 

তবে, শিরোপার স্বাদ না পেলেও, সামগ্রীকভাবে ভাল ক্রিকেট খেলছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল সহ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল সব জায়গায় ভারতের অবস্থান। এমনকি সর্বশেষ এশিয়া কাপেও চ্যাম্পিয়ন দলের নাম ভারত। তবে, শিরোপা ছাড়া সব কোন প্রাপ্তির যেন মূল্যেই নেই। একটি শুধুমাত্র একটি শিরোপার জন্য হন্য হয়ে লড়ছে ভারত। 

বিশ্ব ক্রিকেট ভারত নিজেকে যে ‍উচ্চতায় নিয়ে গেছে, সেখান থেকে শিরোপাহীন থাকাটা ভারতের জন্য অনেকটা কষ্টের। রোহিত-কোহলীর বিদায় বেলায় একটি শিরোপা পেতে চাইছে ভারত। যা শুধু তাদের জন্যই নয় পুরো ভারতবাসীকে আনন্দের সাগরে ভেসে দিতে পারে। 

2 thoughts on “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপদে ভারত

মন্তব্য করুন