আজ রাতে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান দল। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছিল আফগানিস্তান। এবার সুপার এইটে ভারতকে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে এগেয়ে থাকতে চায় দলটি। অবশ্য নিজেদের ক্রিকেটীয় সামর্থ্য আশা জাগাচ্ছে আফগানদের।

তবে, ভারতের মত দলকে হারানো যে মোটেও সহজ নয় সেটা ভাল করেই জানে আফগানিস্তান। রশিদ খান- গুরবাজরা নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে তিক্ত স্বাদ দিতেও পারেও তারা। তাই, আফগানিস্তান ম্যাচের ভারতও সতর্ক। ক্রমবর্ধমান আফগানিস্তান ক্রিকেটের উন্নতি যেভাবে ঘটেছে তাতে নিজেদের উপর আস্থা রাখতে পারলে সেমিফাইনালের স্বপ্ন দেখা মোটেও অবাস্তব নয় দলটির জন্য।
অন্যদিকে, ভারতের রয়েছে শক্তিশালী ব্যাটিং আর বোলিং লাইনআপ। বিরাট কোহলী এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের ছন্দ খুঁজে না পেলেও, তার সামর্থ্য সম্পর্কে ভালভাবে অবগত আফগানিস্তান। রোহিত শর্মা নিজের দিনে বিপক্ষ দলকে একাই ছিটকে দিতে পারেন। ইনজুরি থেকে ফেরা রিশাভ পান্থ যেকোন অবস্থান থেকে দলকে জয় এনে দিতে পারেন। তাছাড়ুাও সূর্যকুমার যাদব টি-টোয়েন্টির সেরা চয়েজ।
অপরদিকে, ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য হুমকি হতে পারে রশিদ খান, ফজল হক ফারুকী আর নুর আহমেদরা। উইন্ডিজ কন্ডিশনের সাথে মানান সই একটা বোলিং ইউনিট রয়েছে আফগানদের। সামর্থ্য থাকলেও এই বোলিং ইউনিটের সামনে সাবধান থাকবে ভারত। আইপিএলের সুবাদে ভারতীয় ব্যাটারদের সামর্থ্য আর দুর্বলতার জায়গাগুলো ভালই জানা রশিদ খানদের। তাছাড়াও, আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করছেন আরেক ভারতীয় অজয় জাদেজা।
সব মিলিয়ে কঠিন একটা ম্যাচ হতে চলেছে। যেখানে এককভাবে ফেভারিট কেউই থাকছে না। নিরপেক্ষ ভ্যানু হওয়ায় ম্যাচটি আরও আকর্ষনীয় হতে চলেছে। শেষ হাসি কে হাসবে তা জানার সময় কমে আসছে আস্তে আস্তে।
Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.