টেস্ট বাঁচানোর চিন্তায় ভারত

এগিয়ে অস্ট্রেলিয়া

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। তৃতীয় টেস্টে এসে ৫ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়ে ৩য় টেস্টে দুই দল মাঠে নেমেছে। ১ম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ৩য় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ ‍উইকেট হারিয়ে ৫১ রান। ফলোঅন এড়াতে এখনো ১৯৪ রান করতে হবে ভারতকে। ফলোঅন এড়াতে না পাড়লে ড্রয়ের সম্ভাবনাও ক্ষীন হয়ে যাবে ভারতের।

ছবি: সংগৃহীত

হেড-স্মিথ জুঁটি অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছে

এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে  নেমে টপ অর্ডার ব্যাটারদের দ্রুত হারায়। ওপেনার উসমান খাজা ২১ আর ম্যাকসুইনী ৯ রান করে আউট হয়ে যান। তিনে নেমে মারনাস লাবুশানেও মাত্র ১২ রানে আউট হলে ৭৫ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর স্টিফেন স্মিথ আর ট্রাভিস হেড মিলে অস্ট্রেলিয়াকে ম্যাচের নিয়ন্ত্রন এনে দেন। স্টিফেন স্মিথ ১০১ আর ট্রাভিস হেড ১৫২ রানের ইনিংস খেলে জাসপ্রিত বুমরাহর বলে দুজনেই আউট হয়ে যান।

অ্যালেক্স ক্যারিও এক কার্যকারী ইনিংস খেলেন

মাঝে মিশেল মার্শ মাত্র ৫ রান করে আউট হলেও উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি ৭০ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্সের ২০ আর মিশেল স্টার্কের ১৮ রানে শেষ পর্যন্ত ৪৪৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

চিরচেনা বিধ্বস্তী রুপে জাসপ্রিত বুমরাহ

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৭৬ রান দিয়ে ৬ টি উইকেট দখল করেন। আরেক সামনের সারির পেসার মোহাম্মদ সিরাজ ২ টি উইকেট দখল করেন। তাছাড়া আকাশ দ্বীপ ১ টি আর নীতিশ রেড্ডি ১ টি উইকেট দখল করেন।

ব্যাটিংয়ে ব্যর্থতায় ভারতীয় ব্যাটিং লাইনআপ

অন্যদিকে ভারত নিজেদের ব্যাটিং ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি। জাসওয়াভি জাসওয়াল মাত্র ৪ রানেই মিশেল স্টার্কের বলে আউট হন। আরেক ওপেনার কেএল রাহুল ৩য় দিনের শেষে ৩৩ রানে অপরাজিত আছেন। শুভমন গিল ১, ভিরাট কোহলী ৩ আর রিশাভ পান্থ ৯ রান করে আউট হলে দিন শেষে চরম ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশার দিন পার করে ভারত। কেএল রাহুলের সাথে আগামীকাল ৪র্থ দিনে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ৬ বল খেলে কোন রান না করে অপরাজিত আছেন। দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে পেরেছে। 

টেস্ট বাঁচাতে অনেকদুর যেতে হবে ভারতকে

অস্ট্রেলিয়ার হয়ে ২৫ রান দিয়ে ২ টি উইকেট দখল করেছেন মিশেল স্টার্ক। আর ১ টি করে উইকেট রয়েছে প্যাট কামিন্স আর জস হ্যাজেলউডের ভান্ডারে। আগামীকাল দিনের উপর এই টেস্টের ভাগ্য অনেকটা নির্ভর করছে। এই টেস্ট বাঁচাতে ভারতের সামনে লম্বা সময় ব্যাটিংয়ে থাকার বিকল্প নেই। কেএল রাহুল আর রোহিত শর্মার জুটির উপর তাকিয়ে থাকবে ভারতীয়রা। আর রোহিত-রাহুল দুজনেও জানেন তাদের দায়িত্বটা। তবে পালন করতে পারবেন কিনা তা সময় বলে দেবে।

মন্তব্য করুন