ভারতের কাছে অসহায় আত্নসমর্পণ

টেস্ট সিরিজে অসহায় আত্নসমর্পণের পর প্রথম টি-টোয়েন্টিতেও ভারতের কাছ অসহায় ভাবে হেরে গেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১ ওভার ৫ বলেই শেষ করেছে ভারত। অথচ দ্বিতীয় সারির দল দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড সাজিয়েছিল ভারত।

দল হিসেবেই ব্যর্থ বাংলাদেশ

ভারতের মাটিতে কেন এই আত্নসমর্পণ তার ব্যাখা জানা নেই বাংলাদেশ দলের। যে মাঠে ভারতীয়রা সাবলীল ব্যাটিং করছে সেই একই মাঠে বাংলাদেশ দল উইকেট টিকেয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। ব্যর্থতায় পিছিয়ে নেই বাংলাদেশ দলে থাকা সিনিয়র খেলোয়াড়েরাও। জুনিয়রদের গাইড করাতো দুরের কথা মাহমুদুল্লাহ, লিটন দাস আর অধিনায়ক শান্তরা নিজেরাই কিছু করতে পারছে না। 

বাংলাদেশের পাইপ লাইনে বিকল্প খেলোয়াড়ই নেই

আগে ব্যাট করে ১৯ ওভার ৫ বলে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমন ৯ বলে ৮ রান করে আউট হন। আরেক অধারাবাহিক ওপেনার লিটন দাস নিজের ব্যর্থতাকে ঢাঁকতে পারেনি। সিরিজের পর সিরিজ চলে গেলেও লিটন দাসের অফ ফর্ম কোন ভাবেই কাঁটানো যাচ্ছে না। আর ঠিক কবে কাঁটবে তার কোন উত্তর জানা নেই লিটন দাসেরও। পারফরম্যান্স না থাকলেও লিটন দাসের চেয়ে যোগ্য খেলোয়াড়েই তো নেই বাংলাদেশের। লিটন দাসকে তাও দলে সংযুক্ত করা যাচ্ছে ক্যাপাবল খেলোয়াড় হিসেবে।

সামনে থেকে নেতৃত্ব দিতে পারছে না অধিনায়ক

অধিনায়ক নাজমুল হাসান শান্তর অবস্থাও ভাল নয়। বর্তমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে যে কয়েকটি দেশ তার মধ্যে থাকা সবচেয়ে খারাপ পারফরম্যান্সের অধিনায়ক সম্ভবত নাজমুল হোসেন শান্ত। হয় তিনি ব্যর্থ হচ্ছেন, নয়তো টি-টোয়েন্টি খেলছেন ওয়ানডের মতো। ২৫ বলের মোকাবেলায় শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র ২৭ টি রান। বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে সেই তৌহিদ হৃদয় ১২ রান করেতে খেলেছেন ১৮ টি বল।

বাংলাদেশের দর্শকরা হতাশ

বাংলাদেশের সমর্থকদের আবেগে ভাসা বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিসে থাকতে পেরেছেন মাত্র ২ টি বল। বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট জাকের আলীর সংগ্রহ ৬ বলে ৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত মেহেদী হাসান মিরাজের ৩৫ রান এসেছে ৩২ বলের মোকাবেলায়। রিশাদ হোসেন ৫ বলে ১১ রান করে আউট হয়েছেন। ফলে শেষ পর্যন্ত ১২৭ রানে গুঁটিয়ে ভারতকে সহজ জয় পেতে সাহায্য করেছে।

দ্বিতীয় সারির দল নিয়েও সফল ভারত


ভারতের হয়ে অর্শদীপ সিং ৩ ওভার ৫ বলে ১৪ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেছেন। বরুন চক্রবর্তীও ৩ টি উইকেট নিয়েছেন ৩১ রান দিয়ে। বাংলাদেশের ব্যাটারদের উইকেট নেয়া যে খুব সহজ ব্যাপার তা ইন্ডিয়ার বোলাররা দেখিয়ে দিয়েছে। বোলিংয়ে আসা নীতিশ রেড্ডি ছাড়া ভারতের সবাই উইকেট পেয়েছেন। যে দলটির ক্রিকেটের  বেসিকেই সমস্যা তাদের উইকেট দখল করা আর এমন কি বিষয়। 

মাত্র ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটে আসা ভারত বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধূনো করেছে। সানজু স্যামসাং মাত্র ১৯ বলে ২৯ আর অভিষেক শর্মা ৭ বলে ১৬ রান করে উড়ন্ত সূচনা করেছে। পরে অধিনায়ক সূর্যকুমার যাদবের ১৪ বলে ২৯ আর হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৩৯ রান করে জয় নিশ্চিত করেছেন। 

15 thoughts on “ভারতের কাছে অসহায় আত্নসমর্পণ

  1. На [url=https://mirtinvest.ru/]mirtinvest.ru[/url] представлена подборка из более 40 лицензированных микрофинансовых организаций, предлагающих микрокредиты на карту онлайн без отказов. Все компании соответствуют законодательным требованиям, а максимальная процентная ставка не превышает 0,8% в день. Минимальные требования к заемщикам и доступность для лиц от 18 лет делают этот сервис оптимальным решением для быстрого получения финансовой поддержки. Выберите подходящее предложение и получите деньги на карту в кратчайшие сроки.

মন্তব্য করুন