সমতার লড়াইয়ে নিউজিল্যান্ডের সামনে ভারত

ঘরের মাঠে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে সমতা ফেরানোর লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছে ভারত। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি পুনের ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম ইনিংসে ২৫৯ রানে গুঁটিয়ে গিয়েছে সফরকারী নিউজিল্যান্ড দল। জবাবে ১৬ রানে অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত। সিরিজ বাঁচাতে এই ম্যাচটি কোন ভাবেই হাত ছাড়া করার সুযোগ নেই ভারতের সামনে।

ছবি: সংগৃহীত

 ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্রা রান পেয়েছেন

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অধিনায়ক টম লাথাম ১৫ রানেই আউট হয়ে ফেরেন। সঙ্গী ডেভন কনওয়ে ৭৬ টি মূল্যবান রান করেন। তিনে নেমে উইল ইয়ং নিজের ইনিংস লম্বা করতে পারেননি। মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন উইল ইয়ং। তবে রাচিন রাবিন্দ্রা ৬৫ রানের এক গুরুত্বপূর্ন ইনিংস খেলেন।

বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড

তবে ড্যারেল মিশেল ১৮ রান করে আউট হওয়ায় নতুন করে বিপদে পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টম বান্ডেল ৩ আর গ্লেন ফিলিপস ৯ রানে আউট হওয়ায় নিউজিল্যান্ডের বিপদ আরও ঘনীভূত হয়। ২০৪ রানের মাথায় ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড ২৫৯ রানে পৌঁছায় শেষের দিকে মিশেল স্যান্টনারের ৩৩ রানের উপর ভর করে। 

ওয়াশিংটন সুন্দরে এলোমেলো কিউইরা

মূলত ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সামনে নড়বড়ে হয়ে পড়ে নিউজিল্যান্ড দল। টপ অর্ডারের প্রথম ৩ টি উইকেট দখল করে রবীচন্দন অশ্বিন। আর বাকি ৭ টি উইকেট ওয়াশিংটন সুন্দরের দখলে। ওয়াশিংটন সুন্দর ২৩ ওভার ১ বল করে মাত্র ৫৯ রান দিয়ে উইকেট ৭ টি দখল করেছেন। সুন্দরের বোলিং তোপে নিরব দর্শকের ভূমিকা পালন করেন জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ আর রবীন্দ্র জাদেজারা। 

দিন শেষে নিউজিল্যান্ডের স্বস্তি রোহিতের উইকেট

অন্যদিকে ভারত তাদের প্রথম ইনিংসে ১৬ রান করে ১ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে। দিন শেষে জাসওয়াল ৬ আর শুভমন গিল ১০ রানে অপরাজিত আছেন। অধিনায়ক রোহিত শর্মা কোন রান না করেই টিম সাউদির বলে পরিস্কার বোল্ড আউট হয়ে ফিরে যান। ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম ফাইনালে এই নিউজিল্যান্ডের সাথে হেরেছিল ভারত। ফলে এই সিরিজটি ভারতের জন্য অনেকটা প্রতিশোধ নেয়ার মিশনও। 

10 thoughts on “সমতার লড়াইয়ে নিউজিল্যান্ডের সামনে ভারত

মন্তব্য করুন