সিরিজ হারের শঙ্কায় ভারত

নিউজিল্যান্ডের মাটিতে ঘরের মাটিতে সিরিজ হারের শঙ্কায় পড়েছে ভারত। ২য় টেস্টের ২য় দিনে নিউজিল্যান্ডের লিড ৩০১ রানে গিয়ে দাঁড়িয়েছে। হাতে রয়েছে  এখনো ৫ টি উইকেট। এর আগে নিউজিল্যান্ডের ১ম ইনিংসসের ২৫৯ রানের জবাবে ১৫৬ রানে গুঁটিয়ে যায় ভারত। ফলে ২য় ইনিংসের ব্যাটিংয়ের শুরুতে ১০৩ রানের লিড পায় নিউজিল্যান্ড দল। ২য় দিন শেষে নিউজিল্যান্ড দলের ২য় ইনিংসের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান।

ছবি: সংগৃহীত

২য় দিন ভাল যায়নি ভারতের

এর আগে ১ম দিনের খেলার শুরুতে গতকালের ১৬ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। জাসওয়াভি জাসওয়াল এবং শুভমন গিল দুজনেই  ৩০ রান করে আউট হলে ভারতের বিপদ বাড়তে থাকে। বিরাট কোহলী মাত্র ১ রানেই ফিরে গেলে ভারতের বিপদ আরও বেড়ে যায়। এরপর বিশাভ পান্থও মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। 

ভারতের সম্পূর্ণ ব্যাটিং লাইন আপই বর্থ হয়েছে

আলোচিত ব্যাটার সরফরাজও নিজের ইনিংস বড় করতে পারেনি। মাত্র ১১রান করে সরফরাজও আউট হয়ে যান। জাদেজা অনেকটা চেষ্টা করলেও ৩৮ রানে থামতে হয় তাকে। অলরাউন্ডার অশ্বিনও মাত্র ৪ রানে থমকে যান। নিউজিল্যান্ডের ১ম ইনিংসের ৭ উইকেট দখল করা ওয়াশিংটন সুন্দর ব্যাটে খুব সুবিধা করতে পারেনি। মাত্র ১৮ রান করে আউট হয়ে যান ওয়াশিংটন। ফলে মাত্র ১৫৬ রানেই ভারতের ১ম ইনিংসের সমাপ্তি হয়। 

মিশেল স্যা্ন্টনারে বিপর্যস্ত ভারত

নিউজিল্যান্ডের হয়ে মিশেল স্যান্টনার ১৯ ওভার ৩ বল করে মাত্র ৫৩ রান দিয়ে ৭ টি উইকেট দখল করেন। পাশাপাশি গ্লেন ফিলিপস ২ টি আর টিম সাউদি ১ টি  উইকেট দখল করেন। মিশেল স্যান্টনারের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। 

টম লাথাম ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে

অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের ২য় ইনিংসে ভাল ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের হাতে নিয়েছে। ডেভিড কনওয়ে ১৭ রান করে আউট হলেও টম লাথাম ৮৬ রানের বড় ইনিংস উপহার দেন। তিনে নেমে উইল ইয়ং ২৩ রান করে আউট হয়ে যান। এর পর রাচিন রবীন্দ্রা ৯ আর ড্যারেল মিশেল ১৮ রান যোগ করেন। দিন শেষে টম বান্ডেল ৩০ আর গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন।  

৩য় দিন ম্যাচের ফলাফল নির্ধারনী দিন ধরা হচ্ছে

এদিকে ৫ উইকেট হাতে রেখে ৩০১ রানের লিড পাওয়ায় ভারত ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে। তবে ৩য় দিনে দ্রুত সময়ের মধ্যে নিউজিল্যান্ডকে অল আউট করতে পারলে ভারতের এই ম্যাচে জয় পাওয়া অসম্ভব নয়। তবে নিউজিল্যান্ডের লিড ৪০০ ছাড়িয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যেতে পারে ভারত। তাই ৩য় দিন এই টেস্টের ভাগ্য নির্ধারণী দিন বলা যেতে পারে। 

One thought on “সিরিজ হারের শঙ্কায় ভারত

মন্তব্য করুন