নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার মানতে হল ভারতকে। নিউজিল্যান্ডের দেয়া ৩৫৯ রানের লক্ষ্যে নিয়ে খেলতে নেমে ২৪৫ রানে গুঁটিয়ে যায় ভারত। ফলে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে ৩ ম্যাচ সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই হারল ভারত। ভারতের মাটিতে ভারতকে হারানো যে কঠিন কিছু না তা সহজে বুঝিয়ে দিল নিউজিল্যান্ড দল।

গতকালের ৫ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড দল। ভারতীয় বোলিং লাইন আপ স্কোর বেশি বাড়তে দেয়নি। গতকালকে টম লাথামের ৮৬ রানের পর আজ টম বান্ডেল ৪১ আর গ্লেন ফিলিপস ৪৮ রানেই আউট হয়ে যান। এর বাহিরে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ২য় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৫রানে গিয়ে থামে।
প্রথম ইনিংসে ৭ উইকেটের পর এই ইনিংসেও ভারতের হয়ে ৪ উইকেট দখল করেন ওয়াশিংটন সুন্দর। তাছাড়া রবিন্দ্রা জাদেজা ৩ টি আর রবিচন্দন অশ্বিন ২ টি উইকেট দখল করেন। মূলত পুরো ম্যাচ জুড়ে জাসপ্রিত বুমরাহর নিষ্ক্রিয়তা ভারতকে বেশি ভুগিয়েছে। পূরো ম্যাচ জুড়ে বুমরাহ মাত্র ১৪ ওভার বোলিং করেছেন। বোলিংয়ে খুব বেশি কাযকরী না হওয়ায় অধিনায়ক রোহিত শর্মা বুমরাহকে দিয়ে বেশি ওভার বোলিং করাননি। তাছাড়া ওয়াশিংটন সুন্দরের বোলিং তোপে বুমরাহকে ব্যবহারের প্রয়োজন পড়েনি রোহিতের।
নিউজিল্যান্ডের দেয়া ৩৫৯ রানের বড় লক্ষ্যে থাকলেও অসম্ভব মনে হয়নি। কারন ভারতের ব্যাটিংয়ের যে গভীরতা এতে যেকোন কিছু করে ফেলা সম্ভব ছিল। জাসওয়াভি জাসওয়ালের ৭৭ রানের ইনিংস খেলার পথে সেই সম্ভাবনা ভাল করে উঁকি দিয়েছিল। তবে সব লন্ড ভন্ড হয় জাসওয়ালের আউটের পর। তার আগে রোহিত শর্মা মাত্র ৮ রান করে ফিরে গিয়েছিলেন।
তাছাড়া শুভমন গিল ২৩ আর বিরাট কোহলী ১৭ রান করেও ইনিংস লম্বা করতে পারেননি। এরপর রিশাভ পান্থ কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে থাকে। রবিন্দ্রা জাদেজা ৪২ রান করে কিছুটা সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। রবিচন্দন অশ্বিন ১৮ আর ওয়াশিংটন সুন্দর ২১ রান করে জাদেজাকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন।
পুরো ম্যাচ জুড়ে ভারতকে একাই ভুগিয়েছেন মিশেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট দখল করেন তিনি। তাছাড়া এজাজ প্যাটেল ২ টি আর গ্লেন ফিলিপস ১ টি উইকেট দখল করেন। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। যে ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা নিয়ে মাঠে নামবে ভারত।
en iyi süpürge servisi Çok özenli bir servis hizmeti sundular. http://medix.in.ua/question/elektrikli-supurge-tamircisi/
Ümraniye en yakın süpürge servisi Servis kalitesinden çok memnun kaldım. http://montrealpal.com/read-blog/5297
süpürge temizleme servisi Servis ekibi çok nazik ve işini bilen insanlardı. https://oolibuzz.com/read-blog/26424
Когда требуется грузоперевозки в Казахстан, важно довериться тем, кто знает местные особенности и гарантирует безопасность. DaTransport предоставляет современные решения для вашего бизнеса, делая каждый этап перевозки легким и понятным.
Ümraniye süpürge onarım hizmeti Ürün teslimi tam zamanında yapıldı. http://castingpal.com/read-blog/5192
süpürge onarım hizmeti Servis kalitesinden çok memnun kaldım. https://soocian.com/read-blog/3
Mega888 Apk Download Original Mega888 Apk Download
süpürge motor tamiri Elektrik süpürgemin motorunu yenilediler. https://mediasafar.com/read-blog/1318
В 2024 году рынок криптовалют предлагает массу перспективных проектов. На invest-top.net вы найдете актуальные аналитические данные и полезные советы для успешного инвестирования в крипто.