অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের জয়

ind-vs-aus-145

ভারতের জয় দিয়ে শুরু হল অস্ট্রেলিয়া সিরিজ। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৬ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৫২ এবং জশ ইংলিশের ৪৫ রান করেন। ভারতের হয়ে মোহাম্মদ সামি ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে নিয়েছেন ৫ ‍উইকেট।

জবাবে, ৪৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান করে জয়ের বন্দরে পৌঁছে ভারত। ভারতের হয়ে ঋতুরাজ গাইকাটের ৭১ এবং শুভমন গিল ৭৪ করে আউট হন। ওপেনিং পার্টনারশিপে গিল এবং গাইকাট মিলে ১৪২ রান করলে, জয় সহজ মনে হচ্ছিল। ১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা পথ হারালেও, সুর্যকুমার যাদবের ৫০ এবং কেএল রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসের উপর ভর করে ৫ উইকেটের জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ১০ ওভার বোলিং করে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন।

এই জয়ের মধ্যে দিয়ে ভারত সিরিজে ১-০ তে এগিয়ে গেল। সিরিজের বাকি দুই ম্যাচ, আগামী ২৪ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া আগামী ৮ অক্টোবর পরস্পরের মোকাবেলা করবে। এই সিরিজে জয়ী দল জন্য আগামী ৮ অক্টোবরের ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে খেলবে। ফলে, অস্ট্রেলিয়া চাইবে, বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার। অপরদিকে, বাকি দুই ম্যাচের একটি জিতলেই, ভারত সিরিজ জয়লাভ করবে।

আসন্ন বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া দুই টিমই বিশ্বকাপ ট্রফির দাবিদার। এই সিরিজ ২ দলের বিশ্বকাপ প্রস্তুতি সারতে সহযোগিতা করবে। পাশাপাশি, যে দল সিরিজ জিতবে, মনোবলেও তারা এগিয়ে থাকবে। বিরাহ কোহলি এবং রোহিত শর্মা এই সিরিজে বিশ্রামে আছেন। লম্বা বিশ্বকাপের ধকলের কথা মাথায় রেখে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক এই সিরিজে খেলছেন না। যা, অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কার বিষয়।

এই সিরিজ দিয়ে, ভারত তাদের মেইন একাদশে কারা থাকবে তা নির্ধারন করছে। দলে থাকা শ্রেয়াস আয়ার, সুর্যকুমার যাদব, ঈশান কিশানদের একাদশে থাকার লড়াইয়ের সিরিজ এটি। অপরদিকে, হার দিয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ানদের জন্য এই সিরিজ ভাল প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে, বিশ্বকাপ আয়োজক দেশে সিরিজ প্রস্তুতির ভাল সুযোগ।

 

মন্তব্য করুন