রোহিত ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

rohit-sharma-111

আফগানিস্তানের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে তাড়া করতে কোন কষ্টই করতে হয়নি ভারতকে। রোহিত শর্মার বিধ্বসী ১৩১ রানের ইনিংসের উপর ভর করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে রোহিত শর্মা।

আগে ব্যাট করে ২৭২ রানের মাঝারী সংগ্রহ পায় আফগানিস্তান। টপ অর্ডার বড় সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ৬৩ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে ১২১ রানের বড় পার্টনারশীপ বানিয়ে দলকে ভাল অবস্থান নিয়ে যান আফগান অধিনায়ক শাহীদী এবং আজমতউল্লাহ।

৬২ রান করে আযমতউল্লাহ যখন আউট হন দলের সংগ্রহ তখন ৩৪ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। এই অবস্থায় ৩০০ এর উপর রান দেখছিল আফগানরা। কিন্তু ৮৮ বলে ৮০ রান করে দলীয় ২২৫ রানে শাহীদী ফিরলে আফগানদের সেই আশা থমকে যায়। শেষের দিকে মোহাম্মদ নবীর ১৯ এবং রশিদ খানের ১৬ রানে ২৭২ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে আফগানরা।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ১০ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দীর্ঘ ইনজুরি কাটিয়ে কিছুদিন আগে ফেরা বুমরাহর বোলিংয়ে ধার কমেনি একটুও। অপরদিকে হার্দিক পান্ডিয়া ৭ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

জবাবে রোহিত শর্মাকে থামাতে হিমশিম খেতে হয় আফগানদের। রোহিত ও ঈশান কিশান মিলে ওপেনিংয়ে নিয়ে আসেন ১৫৬ রান। কিশান ৪৭ বলে ৪৭ রান এবং রোহিত ৮৪ বলে ১৩১ রান করে আউট হন। বাকি কাজটুকু শেষ করেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। গত ম্যাচে ৮৫ করা কোহলী ৫৫ রানে অপরাজিত ছিলেন। আর শ্রেয়াস আয়ার অপরাজিত থাকেন ২৫ রান করে।

সেঞ্চুরির দিনে রোহিত করেছেন দুটি রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি এখন রোহিতের। আগের রেকর্ডটি ছিল স্বদেশী সচিন টেন্ডূলকারের ৪৪ ইনিংসে ৬ টি সেঞ্চুরি। রোহিত ৭ টি সেঞ্চুরি করতে খেলেছেন ১৯ টি বিশ্বকাপ ইনিংস। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের। এতদিন ৫৫৩ ছক্কা নিয়ে টপে ছিল গেইল রোহিত শর্মার ছক্কা এখন ৫৫৫ টি।

এই জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপে প্রথম ২ টি ম্যাচ জিতে সেমিফাইনালের পথ সহজ করল ভারত। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। আগামী ১৪ অক্টোবর ভারত দল তাদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।

2 thoughts on “রোহিত ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

মন্তব্য করুন