উড়তে থাকা নিউজিল্যান্ডকে হারাল ভারত

ind-vs-nz-89

আজকের ম্যাচের আগে দুই দলই ৪ ম্যাচ করে খেলে ৪ টিতেই জয় পায়। রানরেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড ছিল পয়েন্ট তালিকার এক নম্বরে আর ভারত দুই। আজকের ম্যাচের পর প্রথম হারে নিউজিল্যান্ড দুইয়ে আর ভারত এক নম্বরে।

আগে ব্যাট করে ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিং ইনিংসের শুরুটা অবশ্য ভাল করতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনার ডেভিড কনওয়ে এবং উইল ইয়ংকে হারায় কিউইরা। পরে রাচিন রবীন্দ্র এবং ডেরিল মিশেলের ১৪৯ রানের পার্টনারশীপে ঘুরে দাড়ায় নিউজিল্যান্ড।

১৯ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রাচিন রবীন্দ্র আউট হওয়ার সময় দলীয় রান ৩৩ ওভার ৩ বলে ১৭৮ রান। ড্যারেল মিশেল ১৩০ বলে ১২৭ আর রবীন্দ্র ৮৭ বলে ৭৫ রান করে আউট হন। পরের ব্যাটাররা খুব একটা সুবিধা না করতে পারায় ৩০০ রানের সম্ভাবনা থাকলেও নিউজিল্যান্ডকে থামতে হয় ২৭৩ রানে।

ভারতের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ শামী ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ৫ টি উইকেট নেন। কুলদীপ যাদব ২ টি ‍উইকেট পেলেও ১০ ওভার বোলিং করে দিয়েছন ৭৩ রান। ‍জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ দুই জনই ১ টি করে উইকেট নিয়েছেন সমান ৪৫ রান করে দিয়ে।

২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুভমন গিল এবং রোহিত শর্মা মিলে ওপেনিং জুটিতে তোলেন ৭১ রান। এর পর লুকি ফার্গসনের জোড়া আঘাতে ৭১ রানের মাথায় রহিত শর্মা এবং ৭৬ রানের মাথায় শুভমন গিল ফেরেন। রহিত শর্মা ৪০ বলে ৪৬ এবং শুভমন গিল ৩১ বলে ২৬ রান করে ফেরেন।

পরে বিরাট কোহলির ১০৪ বলে ৯৫, শ্রেয়াস আয়ারের ২৯ বলে ৩৩ এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪৪ বলে ৩৯ রানে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে ভারত। নিউজিল্যান্ডের হয়ে লুকি ফার্গুসন ৮ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। টানা ৫ জয়ে ভারত এখন পয়েন্ট টেবিলের উপরে থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল।


2 thoughts on “উড়তে থাকা নিউজিল্যান্ডকে হারাল ভারত

মন্তব্য করুন